বুধবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
আমরা বিশ্বাস করি এবারের পূজা অত্যন্ত সুন্দর হবে,দেশ বিদেশের সকলকে আসার আমন্ত্রণ জানাচ্ছি: ডিসি আত্মকর্মসংস্থানের লক্ষ্যে বিনামূল্যে বিউটিফিকেশন কোর্সের উদ্বোধন করলো মানব কল্যান পরিষদ আমরা বিভিন্ন ধর্মের হতে পারি, কিন্তু জাতিগতভাবে আমরা সবাই এক: মাসুদুজ্জামান মাসুদ নারায়ণগঞ্জে এসপি’র সাথে খেলাফত মজলিস নেতৃবৃন্দের মতবিনিময় শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এবং সম্প্রীতি বজায় রেখে পূজা উদযাপনের প্রস্তুতি চলছে: ডিসি জাহিদুল ইসলাম আইনের শাসন প্রতিষ্ঠায় গ্রাম আদালতের ভূমিকা অপরিসীম: ডিসি মোহাম্মদ জাহিদুল ইসলাম  বন্দরে পলাতক সাজাপ্রাপ্ত নারী আসামীসহ ৪ জন গ্রেপ্তার   সৈয়দপুরে অবৈধ গ্যাস ব্যবহারের অভিযোগে দুটি কয়েল কারখানা উচ্ছেদ ও লাখ টাকা জরিমানা  অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি ও পরিবেশন করায় আলিফ রেস্তোরাকে জরিমানা  সিদ্ধিরগঞ্জের আবাসিক হোটেলে অভিযান, নারী-পুরুষসহ ৮ জন আটক

নারায়ণগঞ্জে এসপি’র সাথে খেলাফত মজলিস নেতৃবৃন্দের মতবিনিময়

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ

​নারায়ণগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নারায়ণগঞ্জের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জসীম উদ্দিন-এর সঙ্গে খেলাফত মজলিস নারায়ণগঞ্জ জেলা ও মহানগর নেতৃবৃন্দের একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ সেপ্টেম্বর-২০২৫, মঙ্গলবার সকাল ১১টায় এসপি অফিসে উক্ত সভা অনুষ্ঠিত হয়।

সভায় নেতৃবৃন্দ নারায়ণগঞ্জের বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, আসন্ন হিন্দু সম্প্রদায়ের পূজার নিরাপত্তা বিধানে যথাযথ পদক্ষেপ গ্রহণ, খুন, ছিনতাই, মাদক এবং কিশোর গ্যাংয়ের মতো গুরুতর সমস্যাগুলো নিরসনে আশু কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা করেন।

​খেলাফত মজলিসের প্রতিনিধি দল এসপিকে বিভিন্ন বিষয়ে তাদের উদ্বেগের কথা জানান এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার অনুরোধ জানান। নেতৃবৃন্দ- সাধারণ জনগণের নিরাপত্তা ও ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করার বিষয়ে পুলিশ সুপারের কার্যকর ভূমিকা রাখার বিষয়ে অনুরোধ করেন।

এসপি মোহাম্মদ জসীম উদ্দিন- আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন। তিনি বলেন, একটি নিরাপদ ও শান্তিপূর্ণ নারায়ণগঞ্জ গড়ে তুলতে সবার সহযোগিতা প্রয়োজন। জনগণের আস্থা অর্জন এবং অপরাধ দমনে পুলিশ বাহিনী নিরলসভাবে কাজ করে যাবে। তিনি কোরআন হাদিসের আলোচনার মাধ্যমে জনগণকে উদ্বুদ্ধ করার বিষয়ে ইসলামী দলগুলোকে বিশেষভাবে অনুরোধ জানান। এছাড়াও পূজায় নিরাপত্তার বিষয়েও তিনি খেলাফত মজলিসের সহযোগিতা কামনা করেন। এসময় খেলাফত মজলিস নেতৃবৃন্দ পুলিশ সুপারের নারায়ণগঞ্জে নতুন যোগদানের শুভেচ্ছা হিসেবে কিছু বই উপহার প্রদান করেন।

খেলাফত মজলিসের নেতৃবৃন্দের মাঝে এসময় উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী এবিএম সিরাজুল মামুন, জেলা সভাপতি ও নারায়ণগঞ্জ-২ আসনের এমপি প্রার্থী মাওলানা আহমদ আলী, মহানগর সভাপতি হাফেজ কবির হোসেন, সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি প্রার্থী ইলিয়াস আহমদ, সদর থানা সভাপতি মুফতী আব্দুল কাইয়ূম, সাধারণ সম্পাদক খন্দকার হাফেজ আওলাদ, ফতুল্লা থানা সভাপতি কামরুল হাসান পায়েল, সাধারণ সম্পাদক মাওলানা শরীফ মাহমুদ, সিদ্ধিরগঞ্জ থানা সভাপতি নুর মোহাম্মদ খান, সোনারগাঁও থানা সভাপতি ও নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি প্রার্থী মুফতি সিরাজুল ইসলাম, জেলা সহ-সাধারণ সম্পাদক মুফতী আব্দুল গনী, মুস্তাফিজুর রহমান মুনঈম, শরীফ মিয়াজী, বন্দর থানা সভাপতি মাওলানা ফরিদুজ্জামান, মহানগর উলামা সম্পাদক মুফতী নুর হুসাইন নূরানী, ফতুল্লা থানা সহ-সভাপতি আব্দুল করীম মিন্টু, আবু বকর সিদ্দীক, সদর থানা সহ-সভাপতি মুফতী কাউসার আহমদ কাসেমী, ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাইদুল ইসলাম, শ্রমিক মজলিসের জেলা সভাপতি ফারুক আহমদ, প্রমুখ।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।