বুধবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
আমরা বিশ্বাস করি এবারের পূজা অত্যন্ত সুন্দর হবে,দেশ বিদেশের সকলকে আসার আমন্ত্রণ জানাচ্ছি: ডিসি আত্মকর্মসংস্থানের লক্ষ্যে বিনামূল্যে বিউটিফিকেশন কোর্সের উদ্বোধন করলো মানব কল্যান পরিষদ আমরা বিভিন্ন ধর্মের হতে পারি, কিন্তু জাতিগতভাবে আমরা সবাই এক: মাসুদুজ্জামান মাসুদ নারায়ণগঞ্জে এসপি’র সাথে খেলাফত মজলিস নেতৃবৃন্দের মতবিনিময় শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এবং সম্প্রীতি বজায় রেখে পূজা উদযাপনের প্রস্তুতি চলছে: ডিসি জাহিদুল ইসলাম আইনের শাসন প্রতিষ্ঠায় গ্রাম আদালতের ভূমিকা অপরিসীম: ডিসি মোহাম্মদ জাহিদুল ইসলাম  বন্দরে পলাতক সাজাপ্রাপ্ত নারী আসামীসহ ৪ জন গ্রেপ্তার   সৈয়দপুরে অবৈধ গ্যাস ব্যবহারের অভিযোগে দুটি কয়েল কারখানা উচ্ছেদ ও লাখ টাকা জরিমানা  অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি ও পরিবেশন করায় আলিফ রেস্তোরাকে জরিমানা  সিদ্ধিরগঞ্জের আবাসিক হোটেলে অভিযান, নারী-পুরুষসহ ৮ জন আটক

আইনের শাসন প্রতিষ্ঠায় গ্রাম আদালতের ভূমিকা অপরিসীম: ডিসি মোহাম্মদ জাহিদুল ইসলাম 

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

নাঃগঞ্জ জেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের বার্ষিক অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক এক গুরুত্বপূর্ণ সভা আজ নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সভার শুভ উদ্বোধন করেন। তিনি দুর্নীতি ও স্বজনপ্রীতির ঊর্ধ্বে থেকে আন্তরিকতার সাথে আইনের আওতায় সকল সমস্যার সমাধানে একযোগে কাজ করার এবং গ্রাম আদালতের কার্যক্রমকে আরও গতিশীল করার জন্য উপস্থিত সকলের প্রতি আহবান জানান।

জেলা প্রশাসক জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা তাঁর বক্তব্যে গ্রাম আদালতের গুরুত্ব তুলে ধরে বলেন, এর মাধ্যমে স্থানীয় পর্যায়ে দ্রুত ও কার্যকরভাবে বিচার প্রাপ্তি নিশ্চিত করা সম্ভব। তিনি সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করে গ্রাম আদালতকে আরও শক্তিশালী ও জনমুখী করার উপর জোর দেন।

তিনি আরও বলেন যে, আইনের শাসন প্রতিষ্ঠায় গ্রাম আদালতের ভূমিকা অপরিসীম এবং এর সঠিক বাস্তবায়নে সকলের সহযোগিতা একান্ত কাম্য।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাঈমা ইসলাম, উপপরিচালক (ভারপ্রাপ্ত), স্থানীয় সরকার; তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন); আসাদুজ্জামান সরকার, উপপরিচালক, সমাজসেবা অধিদপ্তর; ভিকারুন নেছা, উপপরিচালক, মহিলা বিষয়ক অধিদপ্তর; জনাব মোঃ আতিকুর রহমান, জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত); এবং জনাব মো শাহাদাত হেসেন, প্রজেক্ট এ্যানালিস্ট, ইউএডিপি।

এছাড়াও, জেলা প্রশাসকের কার্যালয়ের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ, নারায়ণগঞ্জ জেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/ভারপ্রাপ্ত চেয়ারম্যানবৃন্দ এবং ইউপি প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

উপস্থিত বক্তারাও গ্রাম আদালতের কার্যক্রমের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং এর কার্যকারিতা বৃদ্ধিতে নিজেদের সুচিন্তিত মতামত ও পরামর্শ প্রদান করেন। সভা শেষে গ্রাম আদালতের কার্যক্রমকে আরও বেগবান করার জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।