রবিবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
পূজামণ্ডপ পরিদর্শনে এসপি, এবার পূজায় পুলিশের পক্ষ থেকে ৪ স্তরের নিরাপত্তা থাক নাঃগঞ্জ জেলা প্রশাসক নিজেই রক্তদান করে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সোনারগাঁয়ে “জুলাই শহীদ–আহত স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচ–২০২৫” অনুষ্ঠিত নারায়নগঞ্জকে মেট্রোরেল প্রকল্পে যুক্ত করার দাবিতে ডিটিসিএ’কে গণসংহতির স্মারকলিপি  আদমজীর বিহারী কলোনির শীর্ষ মাদক ব্যবসায়ী নাদিম গ্রেপ্তার  রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-সিলেট অবরোধ, শ্রমিকদের বিক্ষোভ  হাসপাতালে ভর্তি সাংবাদিক ফখরুল ইসলামকে দেখতে গেলেন জামায়াত ইসলামীর আমীর সোনারগাঁয়ে শিক্ষার্থীদের সাথে পুষ্টি বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত মাদক কারবারিরা যত শক্তিশালীই হোক,তাদের এই এলাকা থেকে বিতাড়িত করা হবে: ইউএনও আমরা রাজনীতি করি আমাদের কাছে অনেকেই আসতে পারে: জোসেফ

পূজামণ্ডপ পরিদর্শনে এসপি, এবার পূজায় পুলিশের পক্ষ থেকে ৪ স্তরের নিরাপত্তা থাক

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলায় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ। শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন জানান, এবার পূজায় পুলিশের পক্ষ থেকে ৪ স্তরের নিরাপত্তা থাকবে।

পুলিশ সুপার বলেন, “দুর্গাপূজায় পুলিশের পক্ষ থেকে ৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। সাদা পোশাকে পুলিশ কাজ করবে। সার্বক্ষণিক আমাদের একটি কন্ট্রোল রুম খোলা থাকবে। কন্ট্রোল রুমের নাম্বারগুলো প্রতিটি মন্দিরের কমিটির সদস্যদের কাছে দেওয়া থাকবে, যাতে তারা আমাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখতে পারে। আশা করি আমরা সবার সহযোগিতায় সনাতন ধর্মাবলম্বীদের সুন্দর পূজা উপহার দিতে পারব।”

তিনি আরও বলেন, নারায়ণগঞ্জ জেলায় এবার মোট ২২২টি পূজামণ্ডপে দুর্গাপূজা উদযাপিত হবে। এই বিশাল আয়োজনকে নির্বিঘ্ন করতে পুলিশ সকল ধরনের প্রস্তুতি নিয়েছে। পুলিশ সুপার নিজে রামকৃষ্ণ মিশন আশ্রম, আমলাপাড়া মন্দির, নিতাইগঞ্জ মন্দির, দেওভোগ মন্দির, নন্দীপাড়া মন্দির এবং ৫নং ঘাট বিসর্জন স্থান পরিদর্শন করেন। এ সময় তিনি মন্দির ও পূজা উদযাপন কমিটির নেতাদের সঙ্গে কথা বলেন এবং সুষ্ঠু ও সুন্দরভাবে পূজা করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

পুলিশ সুপার জানান, পূজার প্রাকপ্রস্তুতি পরিদর্শন করে তিনি সন্তুষ্ট। নারায়ণগঞ্জের সকল মন্দিরের প্রস্তুতি ভালো রয়েছে। তাদের মূল লক্ষ্য হলো সবাই যেন নিরাপদে ও শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করতে পারে। এই লক্ষ্যে পুলিশ এবং পূজা উদযাপন কমিটির মধ্যে সমন্বয় করে কাজ চলছে। উভয় পক্ষ থেকেই প্রয়োজনীয় সহযোগিতা পাওয়া যাচ্ছে।

পরিদর্শনকালে অতিরিক্ত পুলিশ সুপার তাসমিন আক্তার, পিপিএম, তারেক আল মেহেদী, ইসরাত জাহান, পিপিএম, নারায়ণগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নাছির আহমদ এবং টিআই (প্রশাসন) মোঃ আবদুল করিম শেখ-সহ জেলা পূজা উদযাপন কমিটির নেতা, বিভিন্ন মন্দিরের পুরোহিত ও পূজারীরা উপস্থিত ছিলেন।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।