নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
সোনারগাঁয়ে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এর অভিযানে সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যসহ ছয় ডাকাত গ্রেফতার। এ সময় তাদের কাছ থেকে চাপাতি, চাইনিজ কুড়াল, ছুরি, সুইচ গিয়ার, দা ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
রোববার (১০ আগস্ট) রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতি ও ছিনতাই রোধে সোনারগাঁয়ের পাঁচকানির কান্দি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- পিরোজপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মনির হোসেন, মফিজুল ইসলাম ওরফে জামিল বাবু, সাইফুল ইসলাম ওরফে সাকিব, মানিক মিয়া, সাদ্দাম হোসেন এবং সহিদ মিয়া।
সোমবার (১১ আগস্ট) বিকেলে সিদ্ধিরগঞ্জের আদমজীতে অবস্থিত র্যাব-১১ কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে অধিনায়ক লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন জানান, গ্রেফতাররা দীর্ঘদিন ধরে মেঘনা ব্রিজ টোলপ্লাজার কাছে কৃত্রিমভাবে যানজট সৃষ্টি করে যাত্রী ও মালবাহী গাড়ির গতিরোধ করত। এরপর অস্ত্রের মুখে জিম্মি করে মোবাইল ফোন, স্বর্ণালংকার, নগদ টাকা ও অন্যান্য মালামাল লুট করত।
তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ এর একটি দল অভিযান চালিয়ে ডাকাত দলের ছয় সদস্যকে গ্রেফতার করে এবং ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র জব্দ করে।
সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খান বলেন, র্যাব-১১ গ্রেফতারকৃতদের থানায় হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং মঙ্গলবার (১২ আগস্ট) আদালতে পাঠানো হবে।
Leave a Reply