রবিবার, ১০ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
সাংবাদিক তুহিন হত্যা, মাসুদুজ্জামান’র নিন্দা ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি  সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে নারায়ণগঞ্জে সাংবাদিক সমাজের মানববন্ধন ও বিক্ষোভ  সাংবাদিক তুহিন হত্যায় জড়িতদের ফাঁসির দাবিতে সোনারগাঁয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সাংবাদিক তুহিন হত্যায় এনজেটিজেএ’র তীব্র নিন্দা  গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যায় নারায়ণগঞ্জে এনইউজের তীব্র তীব্র নিন্দা  সোনারগাঁয়ে ৪ কেজি গাঁজাসহ এক তরুনী আটক সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের তীব্র নিন্দা  মরহুম কামাল হোসেন দলের ও নেত্রীর প্রয়োজনে নিজেকে বিলিয়ে দিয়ে গেছেন: মামুন মাহমুদ  সিএনজি চালক থেকে কোটিপতি সেই মোতালিব গ্রেপ্তার  শহরে ফুটপাতের দখলকে কেন্দ্র করে হকারের ঘুষিতে হকার নিহত

মিছিলের চেষ্টাকালে আওয়ামীলীগ ও ছাত্রলীগের ১১ জন নেতাকর্মী আটক

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

আড়াইহাজার উপজেলায় আওয়ামীলীগ ও ছাত্রলীগের ১১ জন নেতাকর্মী মিছিলে চেষ্টাকালে আটক করা হয়। মঙ্গলবার (৫ আগষ্ট) রাতে উপজেলার উজান গোপিন্দি এলাকা থেকে তাদের আটক করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, সাবেক এমপি নজরুল ইসলাম বাবুর ঘনিষ্ঠ অনুসারী ও ব্রহ্মন্দী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান লাক মিয়ার ভাতিজা নাইমের নেতৃত্বে এই নেতাকর্মীরা মিছিল বের করার চেষ্টা করছিলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে।

আটককৃতদের মধ্যে আছেন: জাবেদ (২২), ছাব্বির (১৮), সাইদুল (২০), সাইদুল ইসলাম জিহাদ (১৭), মো. আরাফাত (১৮), আফসার (১৮), জুনায়েদ (১৯), ফাহাদ (১৫), তামীম (১৫), অনিক (১৮) এবং আব্দুল্লাহ (১৮)।

আড়াইহাজার থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) খন্দকার নাসির উদ্দিন জানান, মিছিল করার সময় তাদের আটক করা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।