বৃহস্পতিবার, ৭ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
ঢাকার বিজয় র‌্যালিতে কয়েক হাজার নেতাকর্মী নিয়ে জেলা বিএনপির যোগদান নয়াপল্টনে বিজয় র‌্যালিতে হাজারো নেতাকর্মী নিয়ে গিয়াসউদ্দিনের যোগদান বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীতে মডেল মাসুদের তাক লাগানো বিজয় মিছিল দেশের প্রথম বর্ষপূর্তিতে জুলাই স্মৃতিস্তম্ভে মাসুদুজ্জামান মাসুদের পক্ষে শ্রদ্ধা নিবেদন বৈষম্যবিরোধী আন্দোলনে নাশকতার মামলায় কামাল চেয়ারম্যান গ্রেফতার। ফ্যাসিবাদ পতনের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে সোনারগাঁয়ে বিএনপি বিজয় র‌্যালি  আমরা চাই একটি ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে: জেলা প্রশাসক  জেলা প্রশাসনের আয়োজিত অনুষ্ঠানে এনসিপি-ছাত্রদলের মধ্যে উত্তেজনা মামুন মাহমুদের নেতৃত্বে ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তিতে বিজয় র‌্যালি করেছে জেলা বিএনপি বন্দরে র‌্যাবের অভিযানে ৭২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার 

ফতুল্লায় নিষিদ্ধ পলিথিন বিক্রি ও বাজারজাত করণের বিরুদ্ধে অভিযান, জরিমানা 

নিউজ ২৪ নারায়ণগঞ্জ: 

নারায়ণগঞ্জে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ বিক্রি, প্রদর্শন ও বাজারজাতকরণের বিরুদ্ধে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন।

সোমবার (৪ আগস্ট) বিকেলে ফতুল্লার তল্লা আজমেরীবাগ এলাকায় পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে চারটি প্রতিষ্ঠান থেকে প্রায় সাড়ে ৪ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ এবং ৩ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযান পরিচালনা করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার রাশেদ খান এবং সায়মা রাইয়ান। সহযোগিতা করেন জেলা পুলিশ ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা। অভিযানে প্রসিকিউশনের দায়িত্বে ছিলেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রাসেল মাহমুদ।

বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ৬(ক) ধারা লঙ্ঘন এবং ১৫(৪)(খ) ধারায় অভিযুক্ত চার প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

অভিযানকালে এস এম মাজিদ মিনি সুপার শপ থেকে ৩০০ গ্রাম পলিথিন জব্দ এবং ৫০০ টাকা জরিমানা, জাহানারা স্টোর থেকে ১.৫ কেজি পলিথিন জব্দ এবং ১,৫০০ টাকা জরিমানা, মায়ের দোয়া স্টোর-১ থেকে ১.২ কেজি পলিথিন জব্দ এবং ৫০০ টাকা জরিমানা, মায়ের দোয়া স্টোর-২ থেকে ১.৫ কেজি পলিথিন জব্দ এবং ১,০০০ টাকা জরিমানা আদায় করা হয়।

পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর এই নিষিদ্ধ পলিথিনের বিপণন ও ব্যবহার বন্ধে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।