মঙ্গলবার, ২২শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত ১৯, আহত প্রায় ১৫০ জন সোনারগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগে শামীম আটক র‍্যাব-১১ এর  অভিযান চালিয়ে সাড়ে ৩০কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রূপগঞ্জে “শহীদ ফারহান ফাইয়াজ বরপা সরকারি প্রাথমিক বিদ্যালয়” এর ফলক উন্মোচন কোন বিতর্কিত ব্যক্তি যেন বিএনপির সদস্য হতে না পারে: আকরাম উল হাসান নারায়ণগঞ্জ মহানগর কৃষক দলের উদ্যোগে বৃক্ষরোপণ ও বিতরণ আওয়ামীলীগের ডাকা হরতালের সমর্থনে ফতুল্লায় অগ্নিসংযোগের চেষ্টার, আটক ২ ফিটনেসবিহীন গাড়ি ও লাইসেন্স ছাড়া ড্রাইভিংয়ের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান বিক্ষোভ মিছিল সফল করায় নেতাকর্মীদের শুভেচ্ছা জানিয়েছেন মাসুদুজ্জামান মাসুদ  তারেক রহমানের বিরুদ্ধে কটূক্তির প্রতিবাদ মাসুদুজ্জামান মাসুদে পক্ষে বিক্ষোভ মিছিল

কোন বিতর্কিত ব্যক্তি যেন বিএনপির সদস্য হতে না পারে: আকরাম উল হাসান

নিউজ ২৪ নারায়ণগঞ্জ: 

বিএনপির সদস্য নবায়ন ও প্রাথমিক অন্তর্ভুক্ত নিয়ে কেন্দ্রীয় কমিটির মনিটরিং কমিটির সাথে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির বিএনপি’র আওতাধীন ১৭টি ওয়ার্ড, সাতটি ইউনিয়ন, দুটি থানা ও একটি উপজেলার নেতৃবৃন্দদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২০শে জুলাই ) বিকাল চারটায় শহরের মিশনপাড়া হোসিয়ারি সমিতির কমিউনিটি সেন্টারের নিচ তলায় মতবিনিবার সভার আয়োজন করা হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী নির্বাহী সদস্য আকরাম উল হাসান বলেন, আমাদের দলের যে লক্ষ্যমাত্রা সেটা হলো ১কোটি নতুন সদস্য সংগ্রহ করা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে একটি স্বনির্ভর বাংলাদেশ হিসেবে গড়ে তুলবে। সবাইকে গুরুত্ব দিয়ে এই সদস্য সংগ্রহ কার্যক্রম করতে হবে।

তিনি আরও বলেন, নতুন সদস্য নবায়নের ক্ষেত্রে অবশ্যই সবাইকে সতর্কতা অবলম্বন করতে হবে যেন কোন বিতর্কিত ব্যক্তি যেন বিএনপির সদস্য হতে না পারে)৮৭। এখনো অনেকেই কিন্তু বিএনপির সদস্য হতে চায়। দীর্ঘ ১৬টি বছর যারা রাজপথে আন্দোলন সংগ্রাম করেছে ত্যাগী গিয়ে ও পরীক্ষিত নেতাকর্মী এবং সমাজে যারা সৎ ও ভালো ব্যক্তি তাদেরকে বিএনপি নতুন সদস্য করব।

নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এড. আবু-আল ইউসুফ খান টিপু’র সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী নির্বাহী সদস্য আকরাম উল হাসান,প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সম্পাদক সাঈদ উদ্দিন আহমেদ সুমন।

আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এড. রফিক আহমেদ, ডা. মজিবুর রহমান, মাসুদ রানা, এড. এইচ এম আনোয়ার প্রধান, মাহবুব উল্লাহ তপন, হাবিবুর রহমান মিঠু, বরকত উল্লাহ, ফারুক হোসেন, বন্দর থানা বিএনপির সভাপতি শাহেনশাহ আহমেদ, সাধারণ সম্পাদক নাজমুল হক রানা, বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরণ, সাধারণ সম্পাদক হারুন উর রশিদ লিটনসহ মহানগর বিএনপির আওতাধীন বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।