নিউজ ২৪ নারায়ণগঞ্জ:
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :
সিদ্ধিরগঞ্জে নারায়ণগঞ্জ ৪ আসনের সাবেক সাংসদ, জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মুহাম্মাদ গিয়াস উদ্দিনের আহবানে করোনা ভাইরাস প্রতিরোধে সাধারন মানুষকে নিরাপদ রাখতে সর্তকতা মুলক লিফলেট বিতরন করা হয়েছে।
শনিবার (২৮ জুন) দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দল সিদ্ধিরগঞ্জ থানা শাখার ৭ নং ওয়ার্ড কমিটির উদ্যোগে সিদ্ধিরগঞ্জের নাসিক ৭ নং ওয়ার্ডের কদমতলী, কলেজ রোড, গ্যাসলাইনসহ বিভিন্নস্থানে সাধারন মানুষ, ব্যাবসায়ী ও পথচারীদের মাঝে সর্তকতা মুলক লিফলেট বিতরন ও পথসভা করা হয়েছে।
লিফলেট বিতরন ও পথসভায় বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দল সিদ্ধিরগঞ্জ থানা শাখার ৭ নং ওয়ার্ড কমিটির নেতৃবৃন্ধ এলাকার সাধারন মানুষ, ব্যাবসায়ী ও পথচারীদের উদ্দেশ্যে বলেন, ইতিমধ্যে করোনা ভাইরাস আবার ও আমাদের দেশে বৃদ্ধি পেয়েছে সরকারের পক্ষ থেকে এর প্রতিরোধের জন্য আমাদের সকলকে সর্তকতা মুলক জনসমুক্ষে চলাচলের মাস্ক পরিধান বাধ্যতামুলক করে দিয়েছে। আজ আমরা নারায়ণগঞ্জ ৪ আসনের সাবেক সাংসদ গিয়াস উদ্দিনের আহবানে মানুষকে সচেতন করতে এই লিফলেট বিতরন কর্মসুচি পালন করেছি এবং আগামীতেও আমাদের এই কর্মসুচি অব্যাহত থাকবে।
এসময় উপস্থিত ছিলেন ৭ নং ওয়ার্ড এর সভাপতি মো: আল আমিন, সহ সভাপতি শাহাবুদ্দিন, দপ্তর সম্পাদক মো: লিটনসহ থানা ও ওয়ার্ড কমিটির অন্যান্য নেতাকর্মীবৃন্ধ।
Leave a Reply