নিউজ ২৪ নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, “আমার বিশ্বাস, জেলা বিএনপির কমিটিতে অন্তর্ভুক্ত হওয়ার কারণে আপনাদের এলাকায় সামাজিক মর্যাদা এবং রাজনৈতিক অবস্থান অনেক শক্তিশালী হয়েছে। আমাদের এই সুযোগটি তৈরি করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহাদয় (তারেক রহমান)।”
তিনি আরও বলেন, “আমাদের প্রত্যেককে এই সুযোগ দেওয়ার কারণে আমাদের সামাজিক মর্যাদা বৃদ্ধি পেয়েছে, আমাদের রাজনৈতিক অবস্থান অনেক শক্তিশালী হয়েছে এবং নেতাকর্মীদের কাছে আমাদের রাজনৈতিক গুরুত্ব বেড়েছে।”
অধ্যাপক মামুন মাহমুদ বলেন, “আপনি যদি আগের অবস্থান এবং এই কমিটিতে অন্তর্ভুক্ত হওয়ার পরের অবস্থান পার্থক্য করতে চান, তাহলে অবশ্যই পারবেন। আপনার সাথে নেতাকর্মীদের যোগাযোগ বেড়েছে কি না, আপনার প্রতি আস্থা বেড়েছে কি না, আপনার মাধ্যমে তারা সংঘটিত হতে চায় কী না? কাজেই আপনি এই কমিটিতে অন্তর্ভুক্ত হওয়ার কারণে এই শক্তি অর্জন করেছেন।”
তিনি আরো জানান, “এই কমিটি গঠন হওয়ার পর নারায়ণগঞ্জের মানুষের আস্থা, বিশ্বাস এবং ভরসা এই কমিটির ওপর অনেকখানি বৃদ্ধি পেয়েছে। নারায়ণগঞ্জের জনমনে স্বস্তি ফিরে এসেছে।”
বুধবার (৯ এপ্রিল) সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোডের গ্রীন গার্ডেন রেস্টুরেন্টে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির পরিচিত সভায় বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।
সভায় উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, মাশুকুল ইসলাম রাজীব, সদস্য আজহারুল ইসলাম মান্নান, শহিদুল ইসলাম টিটু, রিয়াদ মো. চৌধুরী, রহিমা শরিফ মায়া, আশরাফুল হক রিপন, আনোয়ার সাদাত সায়েম, সেলিম হক রুমীসহ প্রমুখ নেতৃবৃন্দ।
Leave a Reply