মঙ্গলবার, ৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ,
শিরোনামঃ
গাজায় ইসরায়েলীদের নৃশংস গণহত্যার প্রতিবাদে মহানগরী জামায়াতের বিক্ষোভ  ক্ষমতায় থাকি কিংবা ক্ষমতার বাহিরে থাকি, এলাকার উন্নয়নে কাজ করতে চাই: গিয়াসউদ্দিন  ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ফতুল্লা প্রেসক্লাবের বিক্ষোভ সমাবেশ রূপগঞ্জে রেস্টুরেন্টের সাইনবোর্ডে কোকাকোলার নাম থাকায় ইট-পাথর নিক্ষেপ সাবেক মেয়র আইভীর ছোট ভাই আলী রেজা রিপন না ফেরার দেশে গাজায় ইসরায়েলি বাহিনীর হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জে বিক্ষোভ  বন্দরে রনি হত্যা মামলায় ২ জন গ্রেফতার  ফতুল্লায় দৃপ্তি ডাইং কারখানায় মাটি খোঁড়ার সময় দেয়াল ধসে পড়ে শ্রমিক নিহত ভুইগড় রুপায়নে মসজিদে হামলা, ১৭ দিনেও গ্রেফতার নেই আসামী, এসপির নির্দেশকেও পাত্তা দিচ্ছেনা ওসি চৈত্র সংক্রান্তি ও বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

চৈত্র সংক্রান্তি ও বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

নিউজ ২৪ নারায়ণগঞ্জ:

এস,এম,জহিরুল ইসলাম বিদ্যুৎ –
জাতীয়ভাবে চৈত্র সংক্রান্তি ও বাংলা নববর্ষ -১৪৩২ উদযাপন উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের আয়োজনে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

৭এপ্রিল রোজ সোমবার সকাল ১১.৩০ মিনিটে জেলা প্রশাসক কার্যালয় সন্মেলন কক্ষে সরকারি, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সামাজিক নেতৃবৃন্দের উপস্থিতিতে এ সভা অনুষ্ঠিত হয়।

নারায়নগঞ্জ জেলা প্রশাসক মোঃ জাহিদুল ইসলাম মিঞা’র সভাপতিত্বে উক্ত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত আছেন মেজর আয়াজ আবদুল্লা- ৭ আর্টিলারী, মোঃ মশিউর রহমান- সিভিল সার্জন, কানিজ ফারজানা শান্তা – জেলা আনসার কমান্ডার, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আলমগীর হোসেন- সার্বিক, তাসমিন আক্তার- অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন,এডঃ সাখাওয়াত হোসেন -মহানগর বিএনপির আহবায়ক, আবু আল ইউসুফ খান টিপু- বিএনপির সদস্য সচিব, মাওলানা মঈন উদ্দিন- কর্মপরিষদ সদস্য জামায়াতে ইসলামী, বিজিবি প্রতিনিধি, ফায়ার সার্ভিস, ডেপুটি জেলার, উপজেলা নির্বাহী অফিসারসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, বিভিন্ন সংস্থার প্রতিনিধিগণ।

উপস্থিত আলোচনায় গৃহীত সিদ্ধান্তের আলোকে জানাযায় যে, জেলা ও উপজেলায় দেশীয় সংস্কৃতির মেলা ও লোকজ উৎসবের আয়োজন করা। পহেলা বৈশাখ উপলক্ষে সকাল ০৯.০০ ঘটিকায় চাষাড়া থেকে ডিসি অফিস পর্যন্ত বিশাল রেলি, শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন দেশীয় সংস্কৃতির পণ্যসামগ্রির মেলার আয়োজন। এ ছাড়াও হাসপাতাল, এতিমখানা ও জেলখানায় বাংলা খাবার পরিবেশন করা, দেশীয় সংস্কৃতির খেলাধুলার ব্যবস্থা করা, চিত্রা অংকন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করা হবে।
বাংলা নববর্ষের অনুষ্ঠানে যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন নিয়োজিত থাকবে। পরিশেষে
সভায় উপস্থিত সকলে গাজায় মুসলমানদের উপর বর্বর হামলার নিন্দা জানানো হয় এবং দোয়া করা হয়।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।