সোমবার, ৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ,
শিরোনামঃ
জুলাই আন্দোলনে আহত বীর রুবেল মিয়ার পাশে দাঁড়িয়েছেন ডিসি জাহিদুল ইসলাম রূপগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেপ্তার বন্দরে এক যুবককে ছুরিকাঘাত ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা মানুষ খুন করে নৈরাজ্যের রাজত্ব কায়েম করেছিল নারায়ণগঞ্জে: গিয়াসউদ্দিন  রূপগঞ্জে বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ এক কিশোর আটক আমাদের দেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিষ্টান সবাই একসঙ্গে কাজ করে: স্বরাষ্ট্র উপদেষ্টা  বন্দরে সনাতন ধর্মাবলম্বীদের বার্ষিক মহাষ্টমীর স্নানোৎসব শু মায়ের আঁচল সংগঠনের উদ্যোগে শতাধিক গরীব অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ  স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে বিএনপি আন্দোলন-সংগ্রাম চালিয়েছে: গিয়াসউদ্দিন  আড়াইহাজারে জঙ্গল থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র ও গুলি উদ্ধার

জুলাই বিপ্লবে শহীদ পরিবারের জন্য আমার দরজা সব সময় খোলা ছিল, আছে –ডিসি

নিউজ ২৪ নারায়ণগঞ্জ:

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, জুলাই বিপ্লবে শহীদ পরিবারের জন্য আমার দরজা সব সময় খোলা ছিল, আছে এবং থাকবে। জুলাই বিপ্লবে শহীদদের জাতি হাজার হাজার বছর গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করবে।
শনিবার (২৯ মার্চ) বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নারায়ণগঞ্জ জেলার শহীদদের পরিবারে ঈদ সামগ্রী প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসকের কার্যালয়ে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত ২৫ জন শহীদের পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান করা হয়।

জেলা প্রশাসক জাহিদুল ইসলাম বলেন, আমাদের বীর সন্তানরা ১৯৫২ সালে ও ১৯৭১ সালে যেভাবে সাহসের সাথে লড়াই করেছিলেন, তারা একইভাবে ২০২৪ সালে জুলাই বিপ্লবে বৈষম্যহীন একটা নতুন বাংলাদেশের জন্য নিজেদের জীবন বিলিয়ে দিয়েছেন। শহীদ আবু সাঈদ ও শহীদ মুগ্ধদের মতো আপনাদের যে বীর সন্তানরা শহীদ হয়েছেন, তাদের জাতি হাজার হাজার বছর ধরে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করবে। আপনাদের বীর সন্তানদের জন্য আপনারাও সারাজীবন গর্ব করতে পারবেন।
শহীদদের সীমাহীন ত্যাগের তুলনায় আজকের এই আয়োজন খুবই সামান্য উল্লেখ করে তিনি বলেন, এই আয়োজনের মাধ্যমে আমরা এই কথা বুঝাতে চাই, নারায়ণগঞ্জ জেলা প্রশাসন যে কোনো সমস্যায় আপনাদের পাশে থাকবে। আমি নিশ্চয়তা দিচ্ছি আমাদের দরজা আপনাদের জন্য সব সময় খোলা থাকবে।
নারায়ণগঞ্জ জেলার প্রথম শহীদ কিশোর আদিলের মা আয়েশা আক্তার বলেন, আগেও ডিসি স্যারের সাথে আমার কথা হয়েছে। উনি খুবই ভালো মানুষ। আমাদের পক্ষে কথা বলছেন। আমাদের শহীদ পরিবারদের কল্যাণে কাজ করছেন। উনি আগামীতেও আমাদের পাশে থাকবেন বলে জানিয়েছেন। আমরা খুবই খুশি। আমাদের যে কষ্টটা, সেটা উনি ভাগ করে নিয়েছেন। আমাদের সাথে কথা বলেছেন, মতবিনিময় করেছেন। আমরা উনার ব্যবহারে খুবই খুশি।
শহীদ কিশোর আদিলের বাবা মো. আবুল কালাম বলেন, আমি আমার আদরের ছেলেকে তো ফিরে পাব না। কিন্তু জেলা প্রশাসক আমাদেরকে ঈদের আগে যেভাবে ডেকে নিয়ে আমাদের সাথে বসে ইফতার করলেন, তাতে কিছুটা হলেও আমাদের কষ্ট দূর হবে। জেলা প্রশাসকে কথা বার্তা শুনে মনে হলো উনি অনেক ভালো মানুষ এবং শহীদ পরিবারের প্রতি খুবই আন্তরিক।

শহীদ পরিবারের জন্য প্রতিটি উপহার সামগ্রীর প্যাকেটে চাল, লাচ্ছা সেমাই, সয়াবিন তেল, ডাল, লবন, নুডলস, গুড়া দুধের প্যাকেটসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় জিনিস দেওয়া হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।