শনিবার, ১২ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ,

নারায়ণগঞ্জে সাবেক মন্ত্রী পলককে ১২ দিনের রিমান্ডে 

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

নারায়ণগঞ্জে তিন মামলায় সাবেক আইসিটি মন্ত্রী জুনাইদ আহমেদ পলককে ৪ দিন করে ১২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেনের আদালত এ রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

এর আগে নারায়ণগঞ্জের সদর মডেল থানা ও সিদ্ধিরগঞ্জ থানায় দায়েরকৃত তিনটি হত্যা ও বিষ্ফোরক মামলায় তাকে আদালতে হাজির করে পুলিশ। পরে তাকে ৪ দিন করে ৩ মামলায় ১২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুল কাইয়ুম জানান, দুটি থানার হত্যা ও বিষ্ফোরকের ৩ মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তার ৪ দিন করে ১২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।