শনিবার, ২২শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ,
শিরোনামঃ
একুশে’র বইমেলা উদ্বোধন করলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ জাহিদুল ইসলাম মিঞা ভাষা শহীদদের প্রতি নারায়ণগঞ্জ প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন  সোনারগাঁয়ে ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় আওয়ামীলীগ ও যুবলীগের ২ সদস্য গ্রেপ্তার  আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদের প্রতি মহানগর বিএনপির শ্রদ্ধা  ভাষা শহীদদের প্রতি ছাত্র ফেডারেশনের শ্রদ্ধা  ভাষা শহীদ দিবসে জেলা ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলি সোনারগাঁয়ে আজহারুল ইসলাম মান্নানের নেতৃত্বে ভাষা শহীদদের শ্রদ্ধা  একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা’য় বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব নারায়ণগঞ্জ  মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের জন্য দোয়া ও মোনাজাতে জামায়াতে ইসলামী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নাঃগঞ্জ জেলা বিএনপির নেতৃবৃন্দ 

সোনারগাঁয়ে ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় আওয়ামীলীগ ও যুবলীগের ২ সদস্য গ্রেপ্তার 

  • নিউজ ২৪ নারায়ণগঞ্জ: 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় সোনারগাঁয়ে আওয়ামী লীগ ও যুবলীগের ২ সদস্যকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করে সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) এম এ বারী। একই দিন আটককৃতদের আটক করে আদালতে প্রেরণ করা হয়।

আটককৃতরা হলেন, সোনারগাঁয়ের শম্ভুপুরা ইউনিয়নের কাজীরগাঁও এলাকার মৃত গাজী আক্কাস আলীর ছেলে ও শম্ভুপুরা ইউনিয়ন যুবলীগ সদস্য গাজী আশরাফুল ইসলাম ওরফে আশরাফ (৪৩) ও একউ উপজেলা কাঁচপুর ইউপির ললাটি উত্তরপাড়া এলাকার বদরুজ্জামানের ছেলে ও কাঁচপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আসাদুজ্জামান ওরফে বিপ্লব (৪৫)।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলার বরাতে পুলিশ জানায়, ‘গত বছরের ১৯ জুলাই সকাল ১০ টায় ছাত্র আন্দোলনকে পন্ড করার জন্য আসামীরা ছাত্র জনতাকে উদ্দেশ্য করে আগ্নেয়াস্ত্র, পিস্তল, শর্টগান, ককটেল, লাঠিসোঠা, ইট পাটকেল, রামদা, ইত্যাদি দিয়ে হামলা চালায়। সোনারগাঁয়ে ঢাকা-সিলেট মহসড়কের কাঁচপুর ব্রীজের পূর্ব ঢালে পাকা রাস্তার উপর চলমান এ হামলায় তাদের হাতে থাকা আগ্নেয়াস্ত্র দ্বারা এলোপাথারী গুলি ও মারধর আরম্ভ করেন। এ সময় বেলা সাড়ে ১২ টায় একটি গুলি বাদীর মাথার বাম কপালে লাগে। ছাত্র-জনতা আহত বাদীকে উদ্ধার করে প্রথমে মদনপুর আলবারাকা হাসপাতালে নিয়া যান, পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়া ভর্তি করা হয়। সেখানেই বাদীর মাথায় গুলি লাগা স্থানে অপারেশন করা হয়। আটককৃত আসামী গাজী আশরাফুল ইসলাম ওরফে আশরাফ শুম্ভুপুরা ইউনিয়ন যুবলীগের একজন সদস্য এবং আসামী মোঃ আসাদুজ্জামান ওরফে বিপ্লব কাঁচপুর ইউনিয়ন আওয়ামী লীগের একজন সদস্য। তাদের বিরুদ্ধে অত্র মামলার ঘটনায় জড়িত থাকার মত তথ্য-প্রমান পাওয়া গেছে। ’

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।