নিউজ ২৪ নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযানে যুবলীগ নেতা কুট্টি খান (৩০) ও স্বেচ্ছাসেবক লীগ নেতা সোহাগ হোসেন (৩২) কে গ্রেপ্তার করা হয়েছে। সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ রবিবার রাতে তাদেরকে বিভিন্ন এলাকা থেকে আটক করেছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার উপর হামলা, হত্যার চেষ্টা ও নাশকতার মামলা রয়েছে।
গ্রেপ্তারকৃত সোহাগ হোসেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ২নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক এবং কুট্টি খান নাসিক ৬নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতির সহযোগী ও যুবলীগ নেতা ছিলেন।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানান, “রাতের অভিযানে সোহাগ হোসেন ও কুট্টি খান নামের দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা বৈষম্যবিরোধী ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় হত্যার চেষ্টা ও নাশকতার মামলার আসামী। আসামিদের আদালতে পাঠানো হয়েছে।”
Leave a Reply