বৃহস্পতিবার, ৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ,
শিরোনামঃ
নারায়ণগঞ্জে চাকরী না পাওয়ায় বাড়ীর ছাদ থেকে লাফ দিয়ে যুবকের আত্মহত্যা  বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র চলছে, মানুষের ভোটের অধিকার নিয়ে ষড়যন্ত্র চলছে: মামুন মাহমুদ  জেলা বিএনপিকে ঐক্যবদ্ধ করে এগিয়ে নিতে আংশিক কমিটির প্রথম সভা আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ রূপগঞ্জে ছুরিকাঘাতে আহত ২ যুবকের মৃত্যু রূপগঞ্জে ৫টি মোটরসাইকেল ও দেশীয় অস্ত্রশস্ত্র ফেলে পালালো ডাকাতদল ভূমিপল্লী আবাসন এলাকায় বিএনপির নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজির অভিযোগ জিয়াউলের বিরুদ্ধে  সিদ্ধিরগঞ্জে যুবলীগ ক্যাডার মোটা কবিরের গ্রেপ্তার দাবি বিএনপির মতলব উত্তরের ষাটনল ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত আড়াইহাজারে গরুবাহী পিকআপ ভ্যান খাদে পড়ে ১ জন নিহত

বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র চলছে, মানুষের ভোটের অধিকার নিয়ে ষড়যন্ত্র চলছে: মামুন মাহমুদ 

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র চলছে, মানুষের ভোটের অধিকার নিয়ে ষড়যন্ত্র চলছে: মামুন মাহমুদ 

জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন  মাহমুদ বলেন, যে ভোটের অধিকারের জন্য এতো জীবন দিতে হলো, সে ভোটের অধিকার এখনো প্রতিষ্ঠিত হয়নি। এখনো বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র চলছে, মানুষের ভোটের অধিকার নিয়ে ষড়যন্ত্র চলছে। আমাদের ভোটের অধিকার ও আমাদের নেতা তারেক রহমান দেশে ফিরে না আসা পর্যন্ত আমাদের লড়াই চলমান থাকবে। এই সরকারকে অবশ্যই নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করতে হবে। আপনাদের কাছে অনুরোধ সবাই সতর্ক থাকবেন। 

বুধবার (৫ ফেব্রুয়ারী) বিকেলে সিদ্ধিরগঞ্জে ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু ও সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী   নেতৃত্বে নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে গেলে তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে এসব কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, ‘৫ আগস্ট ফ্যাসিবাদের পতন হলেও আমাদের নেতা তারেক রহমান এখনো দেশে ফিরে আসতে পারেননি। আমরা ১৫ বছর ধরে জনগনের ভোটের অধিকার আদায়ের লড়াই করছি। এই আন্দোলন করতে গিয়ে আমাদের অসংখ্য নেতাকর্মী শাহাদাত বরণ করেছেন, গুম হয়েছেন, কারা নির্যাতিত হয়েছেন, অনেকে বাড়িঘর ছাড়া ছিলেন। শীতের দিনে অনেকে ফ্লোরে ঘুমিয়েছেন। নিজের স্বার্থে নয়, দলের স্বার্থে, জনগনের স্বার্থে এই আন্দোলন করেছেন। এখনো ষড়যন্ত্র করে চলছে ষড়যন্ত্রকারীরা। তাই সকল কে সতর্ক থাকতে হবে। রাজপথে যেমন অতিতে ছিলাম এখনো আছি। আমাদের নেতা তারেক রহমান একটা ভিন্ন প্রেক্ষাপটে এ কমিটি দিয়েছেন। আমাদের সবার দায়িত্ব দলকে শক্তিশালী করা। জেলা বিএনপির হাত কে শক্তিশালী করতে আমরা ফতুল্লা থানা বিএনপির সাথে কাজ করতে চাই।

এসময় উপস্থিত আরও ছিলেন, ফতুল্লা থানা বিএনপির সহ সভাপতি হানিফ মিয়া, সহ সাধারন সম্পাদক আনিছ মিয়া, বক্তাবলী ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক সুমন আকবর,সাবেক যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম, কাশিপুর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আরিফ মন্ডল,এনায়েত নগর ইউনিয়ন বিএনপির সিনিয়র  সহ সভাপতি শাহাদাত হোসেন, সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম চৌধুরী, ফতুল্লা থানা শিল্পাঞ্চল শ্রমিক দল  শাখার সভাপতি  বাবুল আহম্মেদ, ফতুল্লা থানা স্বেচ্ছা সেবক দলের আহবায়ক জাকির হোসেন রবিন,ফতুল্লা থানা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক আব্দুল খালেক টিপু,নারায়নগঞ্জ জেলা কৃষক দল নেতা জুয়েল আরমান,ফতুল্লা থানা শ্রমিক দলের আহবায়ক শাহ আলম পাটোয়ারী, ফতুল্লা থানা তাতি দলের সভাপতি ইউনুস মাস্টার ও যুবদল, স্বেচ্ছাসেবক দল, তাঁতী দলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।