বুধবার, ৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ,
শিরোনামঃ
মতলব উত্তরের ষাটনল ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত আড়াইহাজারে গরুবাহী পিকআপ ভ্যান খাদে পড়ে ১ জন নিহত শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার  লিফলেট বিতরণের সময় আওয়মীলীগের ৪ জন গ্রেফতার, ১ দিনের রিমান্ডে  টানা ৩য় দিনের মতো যানজট নিরসনে ফুটপাত ও অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিবহন শ্রমিক আশিক হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী ৩ দিনের রিমান্ডে  সিদ্ধিরগঞ্জে স্বামীর গোপনাঙ্গ কর্তন করলো স্ত্রী পর্দানশীল নারীদের ছবি ছাড়া জাতীয় পরিচয় পত্র দেয়া বাধ্যতামূলক করতে মানববন্ধন  নরসিংদী ছাত্রলীগের ১০ নেতা ব্যানার-ফেস্টুনসহ রূপগঞ্জে আটক হত্যাকারীদের বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার নেই: সাখাওয়াত হোসেন 

লিফলেট বিতরণের সময় আওয়মীলীগের ৪ জন গ্রেফতার, ১ দিনের রিমান্ডে 

নিউজ ২৪ নারায়ণগঞ্জ: 

বন্দর উপজেলায় আওয়ামী লীগের লিফলেট বিতরণ কর্মসূচি পালন করতে গিয়ে গ্রেপ্তার চারজনকে ১ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে বিচারক নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হায়দার আলী ওই নির্দেশনা দেন। তথ্যটি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের ইন্সপেক্টর (ইনচার্জ) মো. কাইয়ূম খান।

অভিযুক্তরা হলো, বন্দর সিটি কর্পোরেশনের ২৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মশিউর রহমান সুজু, মহানগর স্বেচ্ছাসেবক লীগের ২০নং ওয়ার্ডের সেক্রেটারি নেতা জামান মিয়া ও কর্মী সাইদুল ইসলাম ও ফারুক প্রধান।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের ইন্সপেক্টর (ইনচার্জ) মো. কাইয়ূম খান জানান, বন্দর উপজেলায় আওয়ামী লীগের লিফলেট বিতরণ কর্মসূচি পালন করতে গিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ। অন্তর্বর্তী সরকারকে ‘অবৈধ ও অসাংবিধানিক’ আখ্যা দিয়ে ১৮ দিনের কর্মসূচি ঘোষণা করে আওয়ামী লীগ। গত দুইদিন বন্দর উপজেলার কলাগাছিয়া ও সোনাকান্দায় লিফলেট বিতরণের চেষ্টা করেন তারা। কর্মসূচির শেষ দিনে নিজ অটোরিকশার গ্যারেজে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেন জামান মিয়া, সাইদুলসহ অন্য নেতাকর্মীরা। কর্মসূচি পালনের একটি ভিডিও আওয়ামী লীগের ফেসবুক পেজ থেকে ছড়িয়ে পড়ে। এরপর তাদের দুজনকে চিহ্নিত করে গ্রেফতার করা হয়।

তিনি জানান, তাদের বিস্ফোরণ আইনের মামলায় ৫ দিনের রিমান্ডের আবেদন করে আদালত তোলা হয়েছে। বিচারক নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হায়দার আলী তাদের ১দিন করে রিমান্য মঞ্জুর করেন।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।