সোমবার, ৩রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ,
শিরোনামঃ
স্বৈরাচারেরা যদি কোনরকম ষড়যন্ত্র করে তাহলে তাদেরকে রাজপথে মোকাবেলা করবো: গিয়াসউদ্দিন  নিষিদ্ধ ছাত্রলীগের কর্মসূচীকে প্রতিহত করতে সিদ্ধিরগঞ্জে বিএনপির বিক্ষোভ  নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে ফুটপাত ও অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শান্তিগঞ্জ পুলিশের অভিযানে সাবেক পরিকল্পনামন্ত্রী’র ব্যক্তিগত সহকারি জুয়েল গ্রেপ্তার ট্রাক ও প্রাইভেটকারের সংঘর্ষ একই পরিবারের চারজন নিহত রূপগঞ্জে এলপিজি গ্যাস সিলিন্ডারের গোডাউনে ভয়াবহ আগুন নারায়ণগঞ্জ জেলা বিএনপির ৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষনা  নিষিদ্ধ ছাত্রলীগের কর্মসূচীকে প্রতিহত করতে নাসিক ৮ নং ওয়ার্ড বিএনপির বিক্ষোভ মিছিল অসুস্থ রোগীকে আর্থিক অনুদান দিলেন বিএনপি নেতা ডি এইচ বাবুল শান্ত নারায়ণগঞ্জকে অশান্ত করার পাঁয়তারা করা হচ্ছে: রাজিব

স্বৈরাচারেরা যদি কোনরকম ষড়যন্ত্র করে তাহলে তাদেরকে রাজপথে মোকাবেলা করবো: গিয়াসউদ্দিন 

নিউজ ২৪ নারায়ণগঞ্জ: 

নারায়ণগঞ্জ- ৪ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, ‘স্বৈরাচার নাই তাই নিরপেক্ষ নির্বাচন হবে। দলের কেউ যদি বিরোধ করতে চায় তাদেরকে বলি, বিএনপি নির্বাচনমুখী দল। আমরা নির্বাচন চাচ্ছি আপনারাও নির্বাচনে আসেন। আপনারা দীর্ঘ ঐক্য করে তুলবেন, কারো কথায় কান দিবেন না। এবারে নির্বাচন অনেক গুরুত্বপূর্ণ, এখানে দলের সকলের দায়িত্ব আছে। এ দায়িত্ব কর্তব্য গুলো আমাদের যথাযথভাবে পালন করতে হবে। জনগণের আস্থা অর্জন করে বিএনপির জন্য ভোট সংগ্রহ করতে হবে। আগামীতে স্বৈরাচারের কেউ যদি কোনরকম ষড়যন্ত্র করে তাহলে তাদেরকে রাজপথে মোকাবেলা করবো।

রবিবার (২ ফেব্রুয়ারী) বিকেলে ফতুল্লায় এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য এ কথা বলেন গিয়াসউদ্দিন।

এসময় তিনি আরও বলেন, আইন প্রতিষ্ঠারর জন্য এবং চোরদেরকে চুরি থেকে বিতাড়িত রাখার জন্য সকল সংস্কার সম্পন্ন করে দ্রুততম সময় নির্বাচন ঘোষণা করবেন। আপনাদের নির্বাচনের রোড ম্যাপ দিতে হবে। জনগণ অধির আগ্রহে বসে আছে কখন আপনাদের মুখ থেকে নির্বাচনের ঘোষণা শুনবে। এই রোডম্যাপ যত তাড়াতাড়ি আপনারা দিতে পারবেন ততই আপনাদের মঙ্গল হবে। জনগণ বিশ্বাস করতে চায় এই সরকার জনগণের মনের আকুতি বুঝবে এবং সে অনুযায়ী কাজ করবে। কোন লোভ লালসা আপনার উপনীত হবেন না।

নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, আমি ঘরে ঘরে যাচ্ছি নির্বাচনের জন্য আপনারাও ঘরে ঘরে যাবেন। জনগণকে নির্বাচন মুখি করতে হবে। আমরা নির্বাচনের জন্য মানুষের ঘরে গেলে তারা আমাদের প্রশ্ন করে এবারও কি ভোট দিতে পারব কিনা, কারণ বিগত বছরগুলোতে দিতে পারিনি। আমাদের তাদেরকে বুঝাতে হবে স্বৈরাচার চলে গেছে। এখন আর কোন স্বৈরাচার নেই, আপনার অবশ্যই আপনাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। আপনারা প্রস্তুতি নেন, নির্বাচনের সময় বিএনপির পক্ষ হয়ে কাজ করবেন নির্বাচনের দিন ভোট দেবেন, যাকে খুশি তাকে দেবেন। আপনার ভোটের মাধ্যমে আপনার পছন্দিত প্রার্থী নির্বাচিত হবে এর মধ্যে কেউ কারচুপি করতে পারবে না।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।