বুধবার, ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ,
শিরোনামঃ
ব্যানার, ফেস্টুন ও পোস্টার ৪৮ ঘন্টার মধ্যে অপসারণের নির্দেশ  ব্যানার ও ফেস্টুন অপসারণের মধ্যে দিয়ে গ্রীন এন্ড ক্লিন শহর পরিকল্পনার বাস্তবায়ন শুরু-ডিসি নিহত ছাত্রদল কর্মী অপূর্বের পরিবারকে তারেক রহমানের ফোন, দিলেন সান্ত্বনা  বিএনপি নেতাকে পিটিয়ে থানায় দিলেন প্রতিপক্ষ বিএনপির নেতাকর্মীরা  সিদ্ধিরগঞ্জে গ্যাস বিস্ফোরণের ঘটনায় স্ত্রী-সন্তানের পর সোহাগের মৃত্যু  সোনারগাঁয়ে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের ঘটনায় ধর্ষককে ঝিনাইদহ থেকে গ্রেপ্তার  ফতুল্লায় কাভার্ডভ্যানের চাপায় এক গার্মেন্টস শ্রমিক নিহত বিএনপি’র দুগ্রুপের সংঘর্ষে তথ্য সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক তোফাজ্জল গুরুতর আহত ও জাকিরের মোটরসাইলে অগ্নি সংযোগ ধর্ষণ, নারী ও শিশুর প্রতি সহিংসতার প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মশাল মিছিল আভিযানিক কার্যক্রম’ নামে যৌথ বাহিনীর অভিযানে আওয়ামীলীগ নেতাসহ ৪৫ জন গ্রেপ্তার 

জিয়া হল সংস্কারের বিষয়ে যেই বাধা হবে আমরা তাকে কোন ছাড় দিবো না: সানি

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে, বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) নারায়ণগঞ্জ মহানগর শাখার উদ্যোগে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়েছে।

রবিবার (১৯ জানুয়ারি) সকালে নগরীর চাষাঢ়া জিয়া হলে ওই সভা অনুষ্ঠিত হয়েছে।

নারায়ণগঞ্জ মহানগর জাসাস’র সভাপতি মো. স্বপন চৌধুরীর সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক নারায়ণগঞ্জ বিএনপির নেতা আনিসুল ইসলাম সানি।

সভায় আনিসুল ইসলাম সানি বলেন, দীর্ঘ ১৯ বছর পর আজ চাষাড়ায় শহীদ জিয়া হলের ভিতরে এই জিয়া হলটি যার নামে সেই স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দিতে দাড়িয়েছি।

এমন সুন্দর একটি অনুষ্ঠানের আয়োজন করায় বিশেষ করে জিয়া হলে অনুষ্ঠানটির আয়োজন করায় আমি অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি আমার মাহনগর জাসাসের সভাপতিকে। তবে একটি বিষয় আমার মনে খুব কষ্ট লাগে, এই শহীদ জিয়া হলকে সংস্কারের বিষয়ে জাসাসের পক্ষ থেকে আমরা বেশ কয়েকবার নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মহোদয়কে অবগত করেছিলাম। কিন্তু রহস্যজনক কারনে তিনি এই উদ্যোগটি অদ্যবদি গ্রহন করেননি। বর্তমানে নারায়ণগঞ্জে নতুন জেলা প্রশাসক এসেছেন। পদাধিকার বলে তিনিও এই শহীদ জিয়া হল সংস্কার কমিটির সভাপতি হবেন। তাই আজকে আমি এই অনুষ্ঠানে থেকে নবনিযুক্ত জেলা প্রশাসক মহোদয়ের নিকট অনুরোধ করছি, আপনি অবিলম্বে শহীদ জিয়া হলের একটি পরিচালনা কমিটি গঠন করে যত দ্রুত সম্ভব ওই কমিটির মাধ্যমে জিয়া হল সংস্কারের কাজ শুরু করেন। আর যদি আপনি তা না করেন তাহলে, যে কারনে আগের জেলা প্রশাসক বিদায় হয়েছে আপনার ভাগ্যেও হয়তো সেটা বরণ করতে হতে পারে। জিয়া হল সংস্কারের বিষয়ে যেই বাধা হবে আমরা তাকে কোন ছাড় দিবো না।

মহানগর জাসাস এর সাধারন সম্পাদক জাহাঙ্গীর হোসেন স্বাধীনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন মহানগর জাসাসের সহ সভাপতি মিয়া মোঃ আব্দুল্লাহ মুজিব, এম এ সাত্তার ভুট্টো, শাহাদাৎ হোসেন, মিজানুর রহমান মিজান, হাজ্বী মোঃ শাহীন, নাসিরউদ্দিন নাসির, ডিএইচ বাবুল, যুগ্ম সম্পাদক মোঃ আব্দুল হাই, দেলোয়ার হোসেন দেলু, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম টুটুল, সহ সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন, দপ্তর সম্পাদক রকিবুল ইসলাম রকি, মোঃ জানে আলম সহ জাসাস মহানগর শাখার বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

 

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।