শনিবার, ১২ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ,

বহুমুখী প্রতিভার জন্য উওরের আহ্বান সাহিত্য পত্রিকার আয়োজনে শ্রী বাদল বর্মন স্বর্ণপদক পুরস্কারে ভূষিত

নিউজ ২৪ নারায়ণগঞ্জ:

নিজস্ব প্রতিনিধি-

গত ২২শে ডিসেম্বর ২০২৪।উওরের আহ্বান সাহিত্য পত্রিকার আয়োজনে কবি, সাহিত্যিক, সমাজসেবী, সুসংগঠক, জাতীয় খেলোয়াড় ও কোচ এবং প্রগতির কলম আন্তর্জাতিক সাহিত্য পত্রিকার সাধারণ সম্পাদক *শ্রী বাদল বর্মন কে তার বহুমুখী প্রতিভার জন্য উওরের আহ্বান সাহিত্য পত্রিকার আয়োজনে উওরবঙ্গের প্রাক্তন মন্ত্রী তথা কুচবিহার বর্তমান চেয়ারম্যান মাননীয় শ্রী রবীন্দ্র নাথ ঘোষ মহাশয় এইগুণী ব্যক্তি শ্রী বাদল বর্মন’কে বিশেষ অতিথি হিসেবে বরণ করে স্বর্ণপদক পুরস্কারে ভূষিত* করেন।

শ্রী বাদল বর্মন তার অভিমত ব্যক্ত করে বলেন,এই মহা মহতী সম্মেলনের মূল উদ্যোক্তা বিদ্রোহী কবি ও উওরের কন্যা শ্রী মতি শশীবালা বর্মন অধিকারী জানাই আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও হৃদয়াপ্লুত ভালোবাসা।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।