বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ,
শিরোনামঃ
বন্দরে গ্রেপ্তার ওয়ারেন্টের আসামী থানায় নেওয়ার পথে ধৃতর স্বজনরা ছিনিয়ে নেয় ফতুল্লায় গার্মেন্ট কারাখানার গোডাউনে ভয়াবহ আগুন  ফাঁসি দিলেও আওয়ামী লীগে যোগ দেব না: দিনা রূপগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত সিদ্ধিরগঞ্জে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎপৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু এখানকার সাংবাদিকরা অক্লান্ত পরিশ্রম,মেধা দিয়ে আমাদেরকে সেবা দিয়ে যাচ্ছে: গিয়াসউদ্দিন  নারায়ণগঞ্জে নানা আয়োজনের মধ্যে দিয়ে ‘বড়দিন’ উৎসব পালিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে জনসম্পৃক্ততা ও লিফলেট বিতরণ বহুমুখী প্রতিভার জন্য উওরের আহ্বান সাহিত্য পত্রিকার আয়োজনে শ্রী বাদল বর্মন স্বর্ণপদক পুরস্কারে ভূষিত দক্ষ সংগঠক হিসেবে গুনীজন সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ 

বন্দরে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ

বন্দরে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। পরিবারের দাবি মানসিক ভারসাম্যহীন ছিলেন তিনি। রবিবার বিকেল ৪টায় বন্দর থানার নং ওয়ার্ডের আমিন আবাসিক এলাকার হাজী নূর মোহাম্মদের বাড়ীর ৩য় তলার ভাড়াটিয়া ঘরে ওই ঘটনা ঘটে। সোমবার (৪ অক্টোবর) তথ্যটি নিশ্চিত করে বন্দর থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) তরিকুল ইসলাম।

নিহত গৃহবধূর নাম মুক্তা আক্তার (৩৮)। সে বন্দর থানার নং ওয়ার্ডের আমিন আবাসিক এলাকার ভাড়াটিয়া ও মনির হোসেন মিয়ার স্ত্রী। এদিকে, আত্মহত্যা খবর পেয়ে বন্দর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়নগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।

নিহতের ভাই লিটন গনমাধ্যমকে জানায়, আমার বোন মুক্তা আক্তার দীর্ঘ দিন ধরে মানসিক ভারসাম্যহীন ভাবে জীবন যাপন করে আসছে। রোববার বিকেলে আমার বোন ভাড়াটিয়া ঘরে সিলিং ফ্যানের হুকের সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।

বন্দর থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) তরিকুল ইসলাম জানান, আমরা লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছি। নিহত গৃহবধূর ভাই লিটন মিয়া বাদী হয়ে রাতে বন্দর থানায় অপমৃত্যু মামলা দায়ের করেন। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারণ যানা যাবে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।