শনিবার, ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ,

ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেফতার

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ

নিজস্ব সংবাদদাতা // র্্যাব -১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ এর অভিযানে বন্দরে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ডাকাতির প্রস্তিকালে ডাকাত দলের সর্দারসহ কুখ্যাত ৫ ডাকাতকে গ্রেফতার করেছে। সেই সাথে ডাকাতিসহ বিভিন অপরাধ ব্যবহৃত ছোড়া, দা, চাকুসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও প্রাইভট কার জব্দ করেছে।

গত ০৮ অক্টোবর রাতে গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র‍্যাব ১১, সিপিসসি, নারায়ণগঞ্জ এর একটি চৌকস আভিযানিক দল নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন কাইতাখালী স্ট্যান্ড হতে আমিরাবাদ স্ট্যান্ডগামী রাস্তার কাইতাখালী স্ট্যান্ড হতে ২৫০ মিটার দুরে পাকা রাস্তার উপর বিশেষ অভিযান পরিচালনা করে। দশীয় অস্ত্র সজ্জিত হয় ডাকাতির প্রস্তিকাল ডাকাত দলের সর্দারসহ কুখ্যাত ৫ ডাকাতক হাতনাত গ্রফতার করা হয়। গ্রফতারকত আসামীরা হলা-১। নবীগঞ্জ এলাকর মাঃ আনায়ার হোসেনের ছেলে মনির হাসন মিছেল (২৮), ২। মাঃ সায়াদ ইসলাম (২৫), পিতা-মাঃ মহিদুল ইসলাম মিঠু, সাং-হাজীগঞ্জ এম সার্কাস, থানা-নারায়ণগঞ্জ সদর, জলা-নারায়ণগঞ্জ, ৩। মাঃ শাহাজালাল হাসন বাবু (২৮), পিতা-মাঃ শরীফ হাসন, সাং-নবীগঞ্জ, ইসলামবাগ, ৪। মাঃ রাহাত হাসন রাবী (৩০), পিতা-ইসাহক মাহাম্মদ ইউসুফ, সাং-নবীগঞ্জ, ৫। মাঃ মহদী হাসান (৩০), পিতা-আঃ লতিফ, সাং-কাইতাখালী, সর্ব থানা-বন্দর, জেলা-নারায়ণগঞ্জ। গ্রেফতারকৃত আসামীদর হেফাজত হতে ডাকাতিসহ বিভিন অপরাধ ব্যবহৃত ছোড়া, দা, চাকুসহ বিপুল পরিমাণ দশীয় অস্ত্র ও একটি প্রাইভট কার জব্দ করত সক্ষম হয়।

প্রাথমিক অনুসন্ধান জানা যায় , গ্রেফতারকৃত আসামীগণ সংঘবদ্ধ ডাকাত দলর সক্রিয় সদস্য এবং তাদের সর্দার মাঃ মনির হাসন মিশল। তারা দীর্ঘদিন যাবৎ নারায়ণগঞ্জর বিভিন এলাকায় বসতবাড়ি, ব্যবসায়িক প্রতিষ্ঠান, মহাসড়ক চলাচলরত পণ্যবাহী ও যাত্রীবাহী যানবাহন চুরি, ডাকাতি, দস্যুতা, ছিনতাই করে আসছিল। তারা ডাকাতির উদ্দশ্য ঘটনাস্লে অবস্থান করছিল। গ্রেফতারকৃত আসামীগণ পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবৎ ডাকাতির পাশাপাশি সস্ত্রাসী, চাঁদাবাজি, চুরি, ছিনতাইসহ বিভিন ধরনের অপরাধমূলক কার্যক্রম চালিয় আসছিল। তাদর ডাকাতি, চুরি, ছিনতাই, চাঁদাবাজীর মত সস্ত্রাসী কর্মকান্ড এলাকাবাসী জিম্মি হয়ে পরছিল। এলাকাবাসী তাদর হিংস্রতা, অত্যাচার ও নির্যাতনর ভয় প্রতিবাদ করত সাহস পায় না। গ্রেফতারকৃত আসামীরা উদ্ধারকত আলামতসমূহ তাদর স্ত্রাসী কার্যক্রম ব্যবহার করতো বলে তারা জানায়।

গ্রেফতারকৃত আসামী ১। মাঃ মনির হাসন মিশলের বিরুদ্ধ নিম্মাক্ত মামলা চলমান রয়েছে

ক। ডিএমপি এর যাত্রাবাড়ী থানার, এফআইআর নং-১৪৪/৪২৪ তারিখ- ২৫ মার্চ, ২০২২; জি আর নং-৪২৪/২০২২, তারিখ- ২৫ মার্চ, ২০২২; ধারা- ৩৬(১) সারণির ১৯(গ)/৩৮/৪১ মাদকদ্রব্য নিয়্ত্রণ আইন, ২০১৮।

খ। নারায়ণগঞ্জ এর বদর থানার, এফআইআর নং-২, তারিখ- ০১ সপ্টম্বর, ২০০৭; সময়- ২১.১৫ ধারা- ১১(গ)/৩০ ২০০০ সালর নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশাধনী ২০০৩।

গ। ডিএমপি এর তেজগাঁও শিল্পাঞ্চল থানার নন এফআইআর নং-ননএফআইআর নং/১০০, ১০১/২০২১, তারিখ- ২৩ ফব্রুয়ারি, ২০২১

গ্রেফতারকত আসামী মাঃ সায়াদ ইসলাম (২৫) এর বিরুদ্ধ নিম্মাক্ত মামলা চলমান রয়েছে

নারায়গনগঞ্জ সদর থানার এফআইআর নং-১৫, তারিখ- ১৯ ডিসম্বর, ২০২১; জি আর নং-২৫৫, তারিখ- ১৬ ডিসম্বর, ২০২১; ধারা- ৯(৩)/৩০ ২০০০ সালর নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশাধনী ২০০৩

খ। নারায়ণগঞ্জ এর সিদ্ধিরগঞ্জ থানার, এফআইআর নং-৯, তারিখ- ০৩ আগস্ট, ২০২১; জি আর নং-২৯৭, তারিখ- ০৩ আগস্ট, ২০২১; ধারা-১৯ধ/১৯(ভ) ১৮৭৮ সালর অস্ত্র আইন।

গ। নারায়ণগঞ্জ এর সিদ্ধিরগঞ্জ থানার, এফআইআর নং-৮, তারিখ- ০৩ আগস্ট, ২০২১; জি আর নং-২৯৬, তারিখ- ০৩ আগস্ট, ২০২১; ধারা- ৩৯৯/৪০২ পনাল কাড-১৮৬০।

ঘ। নারায়ণগঞ্জ এর নারায়গনগঞ্জ সদর থানার, জিডি নং-১২৩৯, তারিখ- ২৬ জুন, ২০২৩।

গ্রেফতারকত আসামী মাঃ শাহাজালাল হাসন বাবু (২৮) এর বিরুদ্ধ নিম্মাক্ত মামলা চলমান রয়েছে

নারায়ণগঞ্জ এর বন্দর থানার এফআইআর নং-২২, তারিখ- ১৬ সপ্টম্বর, ২০২৪; জি আর নং-২৯০, তারিখ- ১৬ সপ্টম্বর, ২০২৪; ধারা- ১৪৩/৪৪৭/৪৪৮/৩০৭/৩২৩/৩২৪/৩৭৯/১১৪/৫০৬(২) ঞযব চবহধষ ঈড়ফব, ১৮৬০ ।

আসামীদের বিরুদ্ধ নারায়ণগঞ্জ জলার বন্দর থানার মামলা নং-০৯, তারিখ-০৮/১০/২০২৪ ইং ধারা-৩৯৯/৪০২ পনাল কাড ১৮৬০ ধারায় ডাকাতির প্রস্তির মামলা দায়ের করে থানায় হস্তান্তর করা হয়েছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।