নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
নারায়নগঞ্জের কালিরবাজার অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মসলাপট্টিতে পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক, মহানগর বিএনপির আহবায়ক এড. শাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুসহ মহানগর বিএনপি নেতৃবৃন্দ।
মঙ্গলবার (৮ অক্টোবর) সকাল ৯টায় কালিরবাজারের মসলাপট্টিতে পরিদর্শন করেন ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদেরকে সমবেদনা জানান তারা।
পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন, বন্দর থানা বিএনপির সভাপতি শাহেন শাহ আহমেদ, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক চঞ্চল খান, বিশিষ্ট ব্যবসায়ী মোস্তফা মাহমুদুল হক অলি, কালিবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি লতিফুর রহমান, ১৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হিরা সরদার, ১২নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম মিয়াসহ কালির বাজারের ব্যবসায়ীবৃন্দ।
Leave a Reply