নিউজ ২৪ নারায়ণগঞ্জ:
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হয়ে গার্মেন্টস কর্মী মিনারুল ইসলাম নিহত হওয়ার ঘটনায় সাবেক চার এমপি ও এনসিসির সাবেক মেয়রের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) নিহতের ভাই নাজমুল হক বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় এ মামলাটি দায়ের করেন।
বাদী নাজমুল হক এজাহারে অভিযোগ করেন, ২০ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রতিহত করতে সিদ্ধিরগঞ্জের আদমজী রুটের আমিন নগর পাওয়ার হাউজের সামনে আসামীরা ককটেল বিস্ফোরণ ও গুলি ছুড়তে থাকে চারদিকে। সন্ধ্যা ছয়টার দিকে তার ভাই মিনারুল ইসলামকে শামীম ওসমান গুলি করলে সে মাটিতে লুটিয়ে পড়ে। উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩শ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
মামলায় আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক এমপি এ.কে.এম শামিম ওসমান, সাবেক এমপি নজরুল ইসলাম বাবু, সাবেক এমপি গোলাম দস্তগীর গাজী, সাবেক এমপি আব্দুল্লাহ আল কায়সার, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী, সাবেক এমপি পুত্র অয়ন ওসমান, সাবেক এমপি পুত্র আজমেরী ওসমান, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেনসহ ১৩০ জনের নাম উল্লেখ করে আসামি করা হয়েছে। সেই সাথে আরও ২০০ থেকে ৩০০ জন অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোজাম্মেল হক মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
Leave a Reply