নিউজ ২৪ নারায়ণগঞ্জ:
নিজস্ব প্রতিনিধি-
আবহমান গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যকে পুনরুজ্জীবিত করতে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন প্রতিবছরই মাসব্যাপী লোক কারুশিল্প মেলা ও লোকজ উৎসব আয়োজন করে।
১৬ জানুয়ারী মঙ্গলবার বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে আয়োজিত ৩৩তম লোকজ মেলার উদ্বোধন অনুষ্ঠানে সংস্কৃতি বিষয়ক সচিব মো. খলিল আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার।
দেশীয় সংস্কৃতির পুনরুজ্জীবনে আয়োজিত মাসব্যাপী এ লোক কারুশিল্প মেলায় কারুশিল্প প্রদর্শনী, লোকজ প্রদর্শনী, পুতুল নাচ, বায়োস্কোপ, নাগরদোলা, গ্রামীণ খেলাসহ বিভিন্ন পণ্য প্রদর্শনের ব্যবস্হা করেছেন । প্রতিদিন লোকজ মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান, স্কুলের শিক্ষার্থীদের পরিবেশনায় বিলুপ্তপ্রায় গ্রামীণ খেলা, কারুশিল্পীর কারু পণ্যের প্রদর্শনী থাকবে মেলায়।
এবারের মেলায় কারুশিল্প প্রদর্শনীর ৩২টি স্টলসহ ১০০টি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। গ্রামের প্রত্যন্ত অঞ্চলের খ্যাতনামা ১৭টি জেলার কারুশিল্পী সক্রিয়ভাবে অংশ গ্রহন করেন । নারায়ণগঞ্জ জেলা শহরের নারী উদ্যোক্তা ও স্বপ্ন যাত্রা যুব উন্নয়ন সংস্থার সভাপতি রিপা আক্তার ১৯ নং স্টল বরাদ্দ পেয়ে স্বপ্ন বুটিকস্ কর্ণার সাজিয়েছেন দেশীয় পণ্য নিয়ে। তিনি তাঁর পরিচিত বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষী ও নারায়ণগঞ্জবাসীকে আহ্বান জানান লোকজ মেলাতে আসার এবং সেই সাথে তাঁর স্টলে এসে ঘুরে দেখে পছন্দনীয় পন্যটি ক্রয় করার। আগামী ১৪ ফেব্রুয়ারী পর্যন্ত এ মেলা চলবে।
Leave a Reply