রবিবার, ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
নারায়ণগঞ্জে বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ ডেভলপমেন্ট থাকবে: এসপি  সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে মাদক ও নগদ টাকাসহ ৭ ব্যবসায়ী ও চারজন চোর গ্রেপ্তার এই শহরের মানুষ, আমি জানি মানুষের দুঃখ-দুর্দশা কী: কালাম ফতুল্লায় এক ব্যবসায়ীকে কুপিয়ে মোটরসাইকেল, নগদ টাকা ও স্বর্ণের আংটি ছিনতাই সোনারগাঁয়ের মানুষ দীর্ঘদিন ধরে অবহেলা, দুর্নীতি ও অনিয়মের শিকার: অঞ্জন দাস সিদ্ধিরগঞ্জে কোনো সন্ত্রাস, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ ও ভূমিদস্যুদের ঠাঁই হবে না: মান্নান সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলার জন্য কাজ করব: ইকবাল খুনের রাজনীতির দ্বারা কোনোদিনই নির্বাচনের বৈতরণী পার হতে পারবে না: সিরাজুল মামুন নির্বাচিত হলে একজন জনপ্রতিনিধি হিসেবে নয়, একজন দায়িত্বশীল নাগরিক সেবক হিসেবে কাজ করতে চাই: সুজন মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজরা শাপলা কলির গণজোয়ারের বিরুদ্ধে একত্রিত হয়েছে: আল আমিন

কাউন্সিলর মতির দু’পক্ষের সংঘর্ষে আহত ৭, কিছুই জানেন না ওসি

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ

নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জে কাউন্সিল মতিউর রহমান মতির দু’পক্ষের মাঝে মারামারি এবং পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে।
জানা গেছে, সিগারেট পানকরা নিয়ে আকতার ও শাকিল বাহিনীর মাঝে বাক বিতন্ডা এবং মারামারি হয়। এ বিষয় কাউন্সিলর মতির কাছে বিচার দিতে গেলে শাকিল বাহিনী ক্ষিপ্ত হয়ে হামলা চালায়। পরে পানি আক্তার বাহিনী সদস্যরা এসে পাল্টা হামলা চালালে উভয় পক্ষের অন্তত সাত জন আহত হয়।
তবে থানা পুলিশকে ফোন দেয়ার অনেক পর ঘটনাস্থলে আসাতে মারামারি দীর্ঘস্থায়ী এবং আহত হন বেশি সংখ্যক মানুষ অভিযোগ করেছেন স্থানীয়রা। এমনকি থানার ওসি সামনেই দু’পক্ষই আবারো জড়িয়ে পড়েন হতাহতে। পরে র‍্যাব এর সদস্যরা আশায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
এদিকে থানা পুলিশ বিষয়টিকে ভিন্ন দিকে মোড় ঘোরাতে সাংবাদিকদের ঘটনাস্থল ত্যাগ করার জন্য একাধিকবার তাগিদ দেওয়ার অভিযোগ রয়েছে। এসময় একটি টেলিভিশনের ক্যামেরা ম্যানের সাথেও ওসি অশোভন আচরণ করেছেন।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।