সোমবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
নারায়ণগঞ্জে স্ত্রী-সন্তাকে বালিশ চাপায় হত্যা করে স্বামীর আত্মহত্যা  রূপগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের নেতাকে দল থেকে বহিষ্কার  আড়াইহাজারে ৮৮ পিস ইয়াবাসহ এক নারী আটক আড়াইহাজারে ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু  পূজামণ্ডপ পরিদর্শনে এসপি, এবার পূজায় পুলিশের পক্ষ থেকে ৪ স্তরের নিরাপত্তা থাক নাঃগঞ্জ জেলা প্রশাসক নিজেই রক্তদান করে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সোনারগাঁয়ে “জুলাই শহীদ–আহত স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচ–২০২৫” অনুষ্ঠিত নারায়নগঞ্জকে মেট্রোরেল প্রকল্পে যুক্ত করার দাবিতে ডিটিসিএ’কে গণসংহতির স্মারকলিপি  আদমজীর বিহারী কলোনির শীর্ষ মাদক ব্যবসায়ী নাদিম গ্রেপ্তার  রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-সিলেট অবরোধ, শ্রমিকদের বিক্ষোভ 

আড়াইহাজারে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে যৌতুকের দাবিতে নির্যাতনের ঘটনা পরিবারকে বলে দেয়ায় জিদনী আক্তার (২৩) নামে এক গৃহবধূকেকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে নিষিদ্ধ ঘোষিত উপজেলা ছাত্রলীগ নেতা জিএস সুমন মিয়ার (২৮) বিরুদ্ধে।

বুধবার সকালে এ ঘটনা ঘটে। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জিদনী আক্তার ব্রাম্মন্দী ইউনিয়নের বইল্লারকান্দি গ্রামের মরহুম সিরাজ মিয়ার মেয়ে এবং অভিযুক্ত সুমন মিয়া আড়াইহাজারের শ্রীনিবাসদী গ্রামের হান্নান মিয়ার ছেলে। তিনি সুমন মিয়া উপজেলা ছাত্রলীগ নেতা ও সরকারি সফর আলী কলেজের সাবেক জিএস।

জানা যায়, প্রায় দেড় বছর ধরে তাদের প্রেমঘটিত সম্পর্কের পর বিয়ে হয়। দেড় মাস আগে তাদের একটি সন্তান হয়। বিয়ের পর থেকে যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন করে ছাত্রলীগ নেতা। এসব বিষয় পরিবারকে গতকাল রাতে ভিডিও কলে জানালে ক্ষুব্ধ হয়ে তাকে পিটিয়ে হত্যা করা হয় বলে জানায় পরিবার।

এদিকে জিদনী আক্তারের স্বামী দাবি করেছেন, তার স্ত্রী অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে আনা হয়। পরে তিনি মারা যান।

জিদানীর চাচা আহসান হাবিব জানান, বাচ্চা হবার আগে ডাক্তার দেখায় নাই ঠিকমতো। খালি যৌতুক দাবি করতো। নানাভাবে যৌতুকের দাবিতে করা নির্যাতন গতকাল জিদানী পরিবারের সদস্যদের সাথে ভিডিও কলে কথা বলার সময় জানায়। এরপর তাকে তাকে পিটিয়ে হত্যা করা হয়।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ব্যাপারে ময়নাতদন্ত রিপোর্ট এলে প্রকৃত ঘটনা জানা যাবে। আমরা অভিযোগের ভিত্তিতে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেব।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।