বুধবার, ৩রা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
শহরের দিগুবাবুর বাজারে অভিযান চালিয়ে নিষিদ্ধ পলিথিন জব্দ, জরিমানা  রূপগঞ্জ এক যুবককে পায়ের রগ কেটে হত্যা না.গঞ্জ জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানালো আইন কলেজের শিক্ষার্থীরা আমার নেতা জাকির খান নারায়ণগঞ্জে এক অদ্বিতীয়: দিদার খন্দকার ফতুল্লায় র‍্যাব-১০এর অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগজিনসহ যুবক গ্রেপ্তার  সেই আপোষহীন শতবর্ষী বৃদ্ধা ফজিলাতুন্নেছার পাশে মানবিক ডিসি জাহিদুল ইসলাম   শহরের আমলাপাড়া মাদ্রাসায় মাসুদুজ্জামান মাসুদের আনুদান সিদ্ধিরগঞ্জে অগ্নিকাণ্ডে নিহত ও আহতদের পরিবারকে আর্থিক অনুদান দিলেন জেলা প্রশাসক  প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি নেতা দিদার খন্দকারের নেতৃত্বে বিশাল আনন্দ মিছিল প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহানগর বিএনপির সাখাওয়াত-টিপুর নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালি

সোনারগাঁয়ে র‍্যাব-১১’র অভিযানে গাঁজা ও ফেনসিডিলসহ ৬ জন গ্রেপ্তার 

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা ও ফেনসিডিলসহ ছয়জন মাদক কারবারিকে হাতেনাতে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১১)। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২০ আগস্ট) সন্ধ্যায় উপজেলার সোনাখালী এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

র‍্যাব-১১, সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২০শে আগস্ট, ২০২৫ তারিখে আনুমানিক সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে সোনাখালী এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ২০ কেজি গাঁজা ও ১৯৭ বোতল ফেনসিডিলসহ ছয়জন মাদক কারবারিকে আটক করা হয়। মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশাও জব্দ করেছে র‍্যাব।

আটককৃত ব্যক্তিরা হলেন: মোঃ জাহাঙ্গীর আলম (২৫), মোঃ তরিকুল ইসলাম (২৮), মোঃ দুলু মোল্লা (২৮), মোঃ নাসির (৩৫), তরিকুল ইসলাম (৩১), এবং মোঃ আশিক মিয়া (২৬)। তাদের বাড়ি কুমিল্লা, নড়াইল, কুড়িগ্রাম এবং নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন এলাকায়।

র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা নিজেদের মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তারা জানান, আটককৃতদের মধ্যে জাহাঙ্গীর আলম, মোঃ তরিকুল ইসলাম এবং দুলু মোল্লা কুমিল্লা থেকে গাঁজা ও ফেনসিডিল সংগ্রহ করে বিক্রির জন্য সোনাখালী এলাকায় নিজেদের হেফাজতে রেখেছিলেন। অন্যদিকে, নাসির, তরিকুল ইসলাম এবং আশিক মিয়া সেই মাদকদ্রব্য ক্রয় করে জব্দকৃত সিএনজিতে বোঝাই করছিলেন।

জিজ্ঞাসাবাদে তারা আরও স্বীকার করে যে, দীর্ঘদিন ধরে তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে অভিনব উপায়ে মাদকদ্রব্য সংগ্রহ করে নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ ও বিক্রয় করে আসছিল।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদেরকে সোনারগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।