নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
সোনারগাঁও থানা পুলিশ কর্তৃক পরিচালিত এক অভিযানে ২ কেজি গাঁজা সহ এক নারীকে আটক করা হয়েছে। পুলিশের দাবি, আটককৃত নারী একজন মাদক কারবারি।
সোনারগাঁও থানা পুলিশ পরিদর্শক (নিঃ) মো. রাশেদুল হাসান খানের নেতৃত্বে সাব-ইন্সপেক্টর (নিঃ) মো. শরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ মঙ্গলবার বিকালে এই অভিযান চালানো হয়।
পুলিশ সূত্র জানায়, সোনারগাঁও আষারিয়ারচর সাকিনস্থ মেঘনা টোল প্লাজার দক্ষিণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী পাকা রাস্তায় একটি পুলিশ চেকপোস্ট বসানো হয়। চেকপোস্ট ডিউটি পরিচালনার সময় একজন ব্যক্তি হেঁটে এসে পৌঁছালে তার গতিবিধি সন্দেহজনক মনে হয়। পুলিশ চ্যালেঞ্জ জানালে সে পালানোর চেষ্টা করে। পরে সঙ্গীয় ফোর্সের সহায়তায় তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি নিজেকে হাফছা (২০) বলে পরিচয় দেন। তার স্বামী শেখ ধন, এবং ঠিকানা ব্রাহ্মণপাড়া জেলার কসবা থানার শীতলপাড়া গ্রাম বলে জানা গেছে।
আটককৃত ব্যক্তির হেফাজত থেকে তল্লাশি চালিয়ে ২ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। উদ্ধারকৃত গাঁজা জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। আটককৃত হাফছার বিরুদ্ধে নিজের হেফাজতে মাদকদ্রব্য রাখায় সোনারগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং আজকে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Leave a Reply