নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
সোনারগাঁও থানা পুলিশের অভিযানে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ আমিনুল (৩২) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে। বুধবার (২৭ আগস্ট ২০২৫) সন্ধ্যায় উপজেলার লাহাপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁও থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ রাশেদুল হাসান খান-এর নেতৃত্বে এএসআই মোঃ নুর হোসেন মোল্লা সঙ্গীয় ফোর্সসহ লাহাপাড়া এলাকার জনৈক মাসুমের মুদি দোকানের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করেন। অভিযানকালে রাত আনুমানিক ৮টা ১০ মিনিটে মোঃ আমিনুলকে আটক করা হয়।
আটককৃত আমিনুল পশ্চিম সনমান্দি (ফেলু বেপারীর বাড়ি), ৫নং ওয়ার্ড, সনমান্দি ইউপি, সোনারগাঁও, নারায়ণগঞ্জ-এর মোঃ বাবুল হোসেন ও সুফিয়া বেগম-এর পুত্র। তার হেফাজতে থাকা ২০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, আটককৃত আমিনুলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং তাকে বৃহস্পতিবার (২৮ আগস্ট ২০২৫) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Leave a Reply