নিউজ ২৪ নারায়ণগঞ্জ::
সোনারগাঁয়ে মহাসড়কে অজ্ঞাত এক নারীর খণ্ডবিখণ্ড মরদেহ উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। রবিবার (১৬ ফেব্রুয়ারি) সোনারগাঁয়ের দড়িকান্দি জাহিদেরগাঁও এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেন থেকে ওই নারীর মরদেহের কয়েকটি খণ্ড উদ্ধার করে পুলিশ। তথ্যটি নিশ্চিত করেছেন কাচঁপুর হাইওয়ে থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) কাজী ওয়াহিদ মোর্শেদ।
কাচঁপুর হাইওয়ে থানার উপপরিদর্শক আওলাদ হোসেন বলেন, রাতের কোনো এক সময়ে ওই অজ্ঞাত নারী সড়ক দুর্ঘটনায় হয়তো মারা গেছেন। রাতে একের পর এক গাড়ি লাশটির ওপর দিয়ে চলাচলের কারণে রাস্তার সঙ্গে মরদেহটি পিষে গেছে। মাথার কিছু চুল দেখে অনুমান করা যায় তিনি একজন নারী।
কাচঁপুর হাইওয়ে থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) কাজী ওয়াহিদ মোর্শেদ বলেন, মহাসড়কে মানব দেহের খণ্ডবিখণ্ড মরদেহ দেখে স্থানীয়রা আমাদের খবর দেয়। পরে পুলিশ পাঠিয়ে সেগুলো উদ্ধার করা হয়েছে। দেহের খণ্ডবিখণ্ড গুলো নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে প্রেরণ করেছি। এই ঘটনায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন ও তদন্ত চলমান।
Leave a Reply