নিউজ ২৪ নারায়ণগঞ্জ:
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :
সিদ্ধিরগঞ্জ প্রগতি সংসদ সমাজের উন্নয়নে একসাথে কাজ করবে। আমি প্রথম আমার ব্যক্তিগত তরফ থেকে প্রগতি সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ এই ক্রিয়া প্রতিযোগিতার আয়োজকদেরকে ধন্যবাদ জানাচ্ছি। দীর্ঘদিন প্রগতি সংসদের কোন কর্মকাণ্ড ছিল না বললেই চলে। নতুন কমিটি আসার পর এখন বেশ কিছু কর্মকান্ডে তার অংশগ্রহণ করছে এবং অন্যান্যদেরকে তারা অংশগ্রহণ করাআছে। এটা আমাদের অনেকদিনের প্রত্যাশা পূরণের সহায়ক ছিল। আমি আশা কর প্রগতি সংসদের নেতৃবৃন্দ যারা আছে তারা আগামী দিনে ভালো কাজ কর্ম করবে পরিকল্পনা প্রণাম করে একটা বাস্তবায়ন করে এলাকার শান্তি উন্নয়ন প্রকৃত সংসদের ভাব নিতে উজ্জ্বল করবে। শুক্রবার (৯মে) বিকালে সিদ্ধিরগঞ্জ প্রগতি সংসদের উদ্যোগে নাসিক ৫ নং ওয়ার্ড সিদ্ধিরগঞ্জ স্টেডিয়ামে আয়োজিত ঝুমকা কাবাডি প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখতে গিয়ে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ মুহাম্মদ গিয়াসউদ্দিন এসব কথা বলেন।
তিনি বলেন, যে মাঠে আজ খেলা হলো এই মাঠ প্রগতি সংসদের আমরা যারা আছি এখানে আলহাজ্ব আব্দুল মতিন প্রধান রয়েছেন, আমার প্রিয় সহকর্মীবৃন্দ রয়েছেন। তাদের সাথে নিয়ে আমরা এই সিদ্ধিরগঞ্জ স্টেডিয়াম প্রতিষ্ঠা করি। অনেক অনুদান এখানে গিয়ে আমরা বেশ কিছু উন্নয়ন করতে এখানে সক্ষম হই। পরবর্তী সময়ে এ মাঠের নামকরণ পরিবর্তন করা হয়। ম্যানেজমেন্ট এর জবাব পরিবর্তন করা হয়। এতে সিদ্ধিরগঞ্জবাসী হতাশ ব্যতীত হয়। আজকে আবার সময় এসেছে যা সিদ্ধিরগঞ্জের স্টেডিয়ামের নামকরণ সকল মানুষকে এখানে অংশগ্রহণ নিশ্চিত করে। সেই নাম আবার পুনরায় আমাদের মাঝে ফিরে এসেছে। এই মাঠ সিদ্ধিরগঞ্জ বাসির সকলের। এই মাঠ উন্নয়নে আরো কাজ করতে হবে। এ মাঠ প্রগতি সংসদের দ্বারা প্রতিষ্ঠিত। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমরা সিদ্বিরগঞ্জ স্টেডিয়াম প্রতিষ্ঠা করি।
তিনি আরো বলেন, এই বর্ষা মৌসুমে আমাকে স্মরণ করিয়ে দিয়েছে , এই মাঠের চতুরপাশে বৃক্ষরোপণ করা এটা অত্যন্ত জরুরী। বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেওয়া হবে প্রগতি সংসদের মাধ্যমে ইনশাআল্লাহ। কাবাডি খেলা আজকে দেখলাম উভয় পক্ষের খেলোয়াড়রা এখানে ভালো ক্রিয়া নৈপুণ্য দেখিয়েছে সিদ্ধিরগঞ্জ বাসি এবং আমাদের জন্য এই খেলাটা নতুন শিশুকালে শৈশব সময় আমরা যে খেলা দেখেছি তা লম্বা হাডুডু তার সাথে আমরা পরিচিত। আন্তর্জাতিক পর্যায়ে যে খেলা আজকে হল এদের সাথে আমরা পরিচিত না। খেলা দেখলাম খুব ভালো লাগলো আজকে যারা খেলায় অংশগ্রহণ করেছে। তারা অত্যন্ত ভালো খেলোয়াড়। তারা এখানে যে খেলা পরিদর্শন করেছে আমি প্রগতি সংসদ কে বলব আমাদের ছেলেরা ও মেয়েরা যাতে এই খেলা শিক্ষা লাভ করতে পারে। এবং নারায়ণগঞ্জের বিভিন্ন পর্যায়ের ফুটবল , ক্রিকেট, ভলিবল, সাঁতার, শুটার বিভিন্ন পর্যায়ের জাতীয় পর্যায়ের খেলোয়াড় তৈরি হয়ে আমাদের সুনাম বয়ে আনবে।
সভাপতির বক্তব্যে সিদ্বিরগঞ্জ প্রগতি সংসদের সভাপতি ও নাসিক ৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর গোলাম মুহাম্মাদ সাদরিল বলেন, খেলাধুলার মাধ্যমে যুব সমাজের চিন্তাধারা পরিবর্তন করা যায়। যুব সমাজকে মাদক থেকে দুরে রাথতে খেলাধুলার কোন বিকল্প হতে পারে না। তাই আমি সিদ্ধিরগঞ্জ প্রগতি সংসদের দায়িত্ব গ্রহন করে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করি এবং আজ এলাকার যুব সমাজকে নিয়ে ঝুমকা কাবাডি খেলার আয়োজন করেছি। আমরা প্রগতি সংসদের মাধ্যমে এলাকার যুব সমাজের উন্নয়নে ভুমিকা রাখতে পারবো।
সিদ্বিরগঞ্জ প্রগতি সংসদের সভাপতি ও নাসিক ৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর গোলাম মুহাম্মাদ সাদরিলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিদ্বিরগঞ্জ প্রগতি সংসদের প্রতিষ্ঠাতা সদস্য সামছুদ্দিন আহমেদ,প্রগতি সংসদের সাধারন সম্পাদক আলহাজ¦ মাইনউদ্দিন, গ্লোবাল এডুকেশন ইনস্টিটিউট এর প্রিন্সিপাল মাওলানা মানফুজুর রহমান প্রগতি সংসদের সাবেক সভাপতি আমির হোসেন মেম্বার, সিদ্ধিরগঞ্জ পৌরসভার সাবেক প্রশাসক আব্দুল মতিন প্রধান, প্রগতি সংসদের যুগ্ন সম্পাদক শিশির ঘোষ অমর, প্রগতি সংসদের সোহেল রানা, রহিম উদ্দিনসহ প্রমুখ।
Leave a Reply