নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
সিদ্ধিরগঞ্জে সিএনএন বাংলা টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শাহীন আল মামুনের একটি জিপ (ঢাকা মেট্রো-ঘ-০২-২০৪০) থেকে দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১২ মে) বিকাল ৫টায় সিদ্ধিরগঞ্জের আটি ওয়াপদা কলোনি বৌ-বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এক অভিযানে এ অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, অভিযানে ৮টি ছোট-বড় দেশীয় অস্ত্র ও আড়াইশ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় শাহীন আল মামুনের চালক ফারুক হাসানকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম গণমাধ্যমকে বলেন, ‘দেশীয় অস্ত্র ও মাদকসহ একটি গাড়ি আটক করা হয়েছে। এ ঘটনায় চালককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
Leave a Reply