রবিবার, ২৫শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
ডেমরা থানা আওয়ামীলীগ নেত্রী কাশিপুর থেকে গ্রেপ্তার  সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার ফতুল্লায় মাদকে সয়লাব নিশ্চুপ প্রশাসন, নেই মাদকের বিরুদ্ধে অভিযান সিদ্ধিরগঞ্জে আব্দুল্লাহ হত্যা মামলায় র‍্যাব ও পুলিশের অভিযানে ৫ জন গ্রেপ্তার  নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের কার্যকরী পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্টস এসোসিয়েশনের কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত মানবিক সেবা’য় মানবাধিকার সংগঠনের ভূমিকা বিষয়ক আলোচনা ও সাধারণ সভা অনুষ্ঠিত নির্বাচন না দিলে দেশবাসী আবারও গর্জে উঠবে – তাঁতীদলের আহ্বায়ক আবুল কালাম আজাদ সিদ্ধিরগঞ্জে শামীম ও ওবায়দুল কাদেরের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের  ক্লাসের পড়ালেখার পাশাপাশি তথ্যপ্রযুক্তি, ‌‌ মূল্যবোধ, খেলাধুলা নিয়ে বেড়ে উঠতে হবে : ডিসি

সিদ্ধিরগঞ্জে শামীম ও ওবায়দুল কাদেরের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের 

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে সিদ্ধিরগঞ্জে সোহেল আহমদ (২১) নামে এক যুবক নিহতের ঘটনায় সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও  শামীম ওসমানকে আসামি করে হত্যা মামলা দায়ের হয়েছে।

আজ শনিবার (২৪ মে) সকালে বিষয়টি  নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনূর আলম।

শাহিনূর আলম বলেন, বৃহস্পতিবার ২২ মে রাতে নিহতের সহকর্মী ও বন্ধু আব্দুল হামিদ চৌধুরী ওরফে ফরহাদ (২১) বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় অবিযো দায়ের করেন। মামলায় আওয়ামী লীগের আরও ১৫০ থেকে ২০০ অজ্ঞাতনামা নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

বৈষম্যবিরোধী আন্দোলনকালে নিহত সোহেল আহমদ সিলেট জেলার তখলিছুর রহমানের পুত্র।

অভিযোগে উল্লেখ করা হয়, নিহত সোহেল পেশায় একজন টাইলস মিস্ত্রি। আন্দোলন চলাকালীন সময়ে সোহেল এবং বাদী ফরহাদ উভয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়স্থ প্রিয়ম নিবাসের দ্বিতীয় তলার ডাচ বাংলা ব্যাংকের অফিসে টাইলসের কাজ করছিলো।

২০ জুলাই ছাত্র-জনতা ভবনটির সামনে জড়ো হয়ে আন্দোলন করাকালীন সময়ে প্রধান আসামি ওবায়দুল কাদেরের নির্দেশনায় এবং দ্বিতীয় আসামি শামীম ওসমানের উপস্থিতিতে অজ্ঞাতনামা আসামিরা অস্ত্রে সজ্জিত হয়ে জনতার ওপর হামলা করে । ওই হামলার এক পর্যায়ে আসামিরা ভুক্তভোগী ও বাদীর কর্মরত ভবনে আগুন দেয়। এতে বাদী ফরহাদ প্রাণ রক্ষায় ভবন থেকে লাফ দিয়ে পালাতে পারলেও বন্ধু সোহেল ভেতরে আটকা পড়ে এবং দগ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় নিহত সোহেলের পরিবারের সম্মতিতে বন্ধু ফরহাদ মামলার বাদী হয়ে মামলা দায়ের করেন।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।