মঙ্গলবার, ১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
লুট হওয়া অস্ত্র উদ্ধারে জেলা পুলিশের সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা ধানের শীষের প্রার্থী মাসুদুজ্জামানের বিরুদ্ধে অপপ্রচার, ক্ষুব্দ দলের তৃণমূলের নেতা-কর্মী ও সমর্থকরা জামিন পেলেও মিলছে না মুক্তি, চার মামলায় সাবেক মেয়র আইভীকে গ্রেপ্তারের আবেদন ৩১ দফা’ বাস্তবায়নের লক্ষ্যে মনোনয়ন প্রত্যাশী রনির গণসংযোগ ও লিফলেট বিতরণ চাষাড়ায় মাসুদুজ্জামানের উদ্যােগে জিয়াউর রহমানের জীবন ও কর্মভিত্তিক প্রমাণ্যচিত্র প্রদর্শনী সিদ্ধিরগঞ্জে তরুনীকে মাইক্রোবাসে তুলে নিয়ে গণধর্ষণের ঘটনায় মূল আসামী গ্রেপ্তার  সিদ্ধিরগঞ্জে ধানের শীষের প্রার্থী মান্নানের পক্ষে সাহেবদের গণসংযোগ ও লিফলেট বিতরণ  বন্দরে অভিযান চালিয়ে তাঁতীলীগ ও ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার  আমাদের সামনে একটি বড় চ্যালেঞ্জ হচ্ছে অস্ত্র উদ্ধার ও জাল টাকার বিরুদ্ধে ব্যবস্থা: ডিসি সিদ্ধিরগঞ্জে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নারীর পারে বিচ্ছিন্ন 

সিদ্ধিরগঞ্জে ধানের শীষের প্রার্থী মান্নানের পক্ষে সাহেবদের গণসংযোগ ও লিফলেট বিতরণ 

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ নভেম্বর) বিকেলে সিদ্ধিরগঞ্জ থানার ৯ নম্বর ওয়ার্ডের পূর্ব এনায়েতনগর, প্রধান বাজার ও গোদনাইল এলাকায় এ গণসংযোগ ও লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।

এ সময় বিএনপির নির্বাহী কমিটির সদস্য, সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি ও নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান-এর পক্ষে সাধারণ মানুষের কাছে ভোট প্রার্থনা করা হয়।

গণসংযোগ শেষে এক পথসভায় সংক্ষিপ্ত বক্তব্য দেন দলের স্থানীয় নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন—নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য সচিব সাহেদ আহমেদ, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মজিবুর রহমান, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোফাজ্জল হোসেন আনোয়ার ও শাকিল মিয়া, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিপন সরকার, সদস্য সচিব রেদোয়ান রহমান পাপ্পু, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রুবেল হোসাইন, মহানগর যুবদলের সদস্য আরমান হোসেন, আশিকুর রহমান অনি, বাদশা খান, রুবেল সর্দার, আরিফ হোসেন, মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাব্বী, সাবেক সহ-সভাপতি সিফাতুর রহমান রাজু, মহানগর জাসাসের যুগ্ম আহ্বায়ক ও ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হাই, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তন্ময়, ছাত্রদল নেতা জুবায়েরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।