শুক্রবার, ২১শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ,
শিরোনামঃ
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে যুবদল নেতা বাদশা খাঁনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা  মহানবী(সাঃ)কে নিয়ে কটুক্তি করার ঘটনায় ২জন আটক আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নাঃগঞ্জ মহানগর তরুন দলের নেতা দেলুর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা নারায়ণগঞ্জে অমর একুশে উদযাপন উপলক্ষে ব্যাপক আয়োজন এনজিও কর্মকর্তাকে গলা কেটে হত্যার ঘটনায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটিতে যুবলীগ নেতা, বিএনপির নেতাকর্মীদের মাঝে ক্ষোভ দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত শিশু আজানের পাশে নারায়ণগঞ্জের ডিসি আদমজী ইপিজেডের গার্মেন্টসে চিকিৎসার অভাবে নারী শ্রমিকে মৃত্যু, শ্রমিকদের বিক্ষোভ  রূপগঞ্জের পূর্বাচল ৩শ’ ফিট সড়কে সিএনজি ও আকিজ গ্রুপের ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত আওয়ামীলীগ ও জাপা নেতাসহ ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে ২৪ জন গ্রেপ্তার 

সিদ্ধিরগঞ্জে অটোচালক হত্যা ও লাশ গুমের ঘটনায় নারীসহ ৭ জন গ্রেফতার 

নিউজ ২৪ নারায়ণগঞ্জ: 

সিদ্ধিরগঞ্জে অটোরিকশা ছিনতাই, চালককে খুন করে নদীতে লাশ গুমের ঘটনায় সাতজনকে আটক করেছে নারায়ণগঞ্জ নৌ পুলিশ। সোমবার (১৭ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জ অঞ্চলের নৌ পুলিশ সুপার মো. আলমগীর হোসেন এক বার্তায় এই তথ্যটি নিশ্চিত করেছেন। এ সময় অটোরিক্সা ও অটোরিক্সা বিক্রির টাকা উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।

আটককৃতরা হলো, লিয়ন (৩২), মো. বোরহান ওরফে ইমরান ওরফে সোহেল ওরফে পিচ্ছি (২১), মো. শাওন বেপারী (২২), মোসাঃ পারভীন বেগম (২২), শাহীন মোল্লা (৩০), মোহাম্মদ আলী (৫৫) ও মো. আল আমিন সর্দার (৩৮)।

এর আগে, গত ১৬ জানুয়ারি কাঁচপুর নৌ পুলিশ ফাঁড়ির অধিক্ষেত্র সিদ্ধিরগঞ্জে সাইলো ঘাট সংলগ্ন বিশ্ব খাদ্য গুদামের পূর্ব পার্শ্বে শীতলক্ষ্যা নদীর পশ্চিম তীরে, ভাসমান অবস্থায় একটি অজ্ঞাতনামা পুরুষ (৫১) এর মরদেহ পাওয়া যায়। পরে মরদেহটি পরিচয় সনাক্ত হওয়ার পর ভিকটিমের পরিবার গত ৫ ফেব্রুয়ারি সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা রুজু করেন।

পুলিশ জানায়, এরই প্রেক্ষিতে নৌ পুলিশ নারায়ণগঞ্জ অঞ্চলের পুলিশ সুপার মো. আলমগীর হোসেন এর নেতৃত্বে কাঁচপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. আবদুল মাবুদসহ নৌ পুলিশ নারায়ণগঞ্জ অঞ্চল হতে গঠিত স্পেশাল টিম এই হত্যা মামলার মূল রহস্য উদঘাটন এবং ছিনতাইকৃত অটোরিক্সা উদ্ধার ও আসামী গ্রেফতারের জন্য বিশেষ তৎপরতা ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধিসহ বিশেষ অভিযান পরিচালনা করেন।

আটককৃতদের হেফাজত থেকে ছিনতাইকৃত একটি অটোরিক্সা, মৃতের ব্যবহৃত একটি আইটেল মোবাইল ফোন, চালককে অজ্ঞান করার কাজে ব্যবহৃত চেতনা নাশক ঔষধ, একটি অটোরিক্সা বিক্রির নগদ ২৫ (পঁচিশ) হাজার টাকা উদ্ধার করা হয়। এই চক্রটি দীর্ঘদিন যাবত নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন থানা এলাকায় সংঘবদ্ধভাবে অটোরিক্সা চালককে চেতনানাশক ঔষধ সেবন করিয়ে হত্যা করার পর লাশ নদীতে ফেলে দেয়াসহ অটোরিক্সা ছিনতায়ের সাথে সরাসরি জড়িত। অভিযান পরিচালনা অব্যাহত রয়েছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।