রবিবার, ৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
সাইনবোর্ডে তিন সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে ফতুল্লা প্রেসক্লাবের প্রতিবাদ সভা মাসুদুজ্জামানকে রেকর্ড সংখ্যক ভোটে বিজয়ী করার ঘোষণা  গিয়াসউদ্দিনের সাথে সাক্ষাৎ করলেন মান্নান  মাসুদুজ্জামানের পক্ষে আমলাপাড়ায় গণসংযোগ ও লিফলেট বিতরণ  আমি আপনাদের নিরাপত্তার দায়িত্ব নিতে চাই: মোহাম্মদ শাহআলম  যখনই জাতি সংকটে পড়ে, তখন জনগণের ঐক্যই মুক্তির পথ দেখায়: মান্নান  ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সজল-সাহেদের নেতৃত্বে বিশাল র‍্যালি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে যুবদল নেতা রিয়াদ ও আপনের নেতৃত্বে বিশাল র‍্যালি বিশাল শোডাউন করে নারায়ণগঞ্জে তাক লাগিয়ে দিলেন ধানের শীষের প্রার্থী মাসুদুজ্জামান  জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ফতুল্লা থানা বিএনপির বর্ণাঢ্য র‌্যালি

সাইনবোর্ডে তিন সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে ফতুল্লা প্রেসক্লাবের প্রতিবাদ সভা

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

সাম্প্রতিক সময়ে সাইনবোর্ড গিরিধারায় তিন সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে ফতুল্লায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে ফতুল্লা প্রেসক্লাবের সামনে ক্লাবের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ফতুল্লা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রহিম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ মাসুম।

সভায় বক্তারা বলেন, সাংবাদিকদের ওপর হামলা গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে; অন্যথায় বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা। বক্তারা আরও বলেন, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পথে যেকোনো বাধা অগ্রহণযোগ্য, হামলার মাধ্যমে সাংবাদিকদের ভয় দেখানো যাবে না।

সভায় বক্তারা সংবাদকর্মীদের নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফতুল্লা প্রেসক্লাবের সহ-সভাপতি সেলিম মুন্সী, যুগ্ম সাধারণ সম্পাদক আলামিন প্রধান, সাংগঠনিক সম্পাদক আ. আলিম লিটন, বন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য মো. মাহফুজ জাহিদ, নিউজ২৪-এর জেলা প্রতিনিধি শরীফ সুমন, জাগো নিউজের প্রতিনিধি মো. আকাশ, ফতুল্লা মডেল রিপোর্টার্স ক্লাবের সভাপতি রফিকুল্লাহ রিপন, অর্থ সম্পাদক শাকিল আহমেদ ডিয়েল, প্রচার সম্পাদক মো. সেলিম, দপ্তর সম্পাদক এম.এ. সুমন, পম আজিজ, মাসুদ আলী, সোহেল রানা, আরিফ হোসেন, শাহাদাত হোসেন, আজমীর ইসলাম, এম.এইচ. রাসেল, মোকলেছুর রহমান তোতা, সোহান, বিশ্বজিৎ দাস, মুন্না, সাব্বির আহমেদ, সুমি প্রমুখ।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।