বৃহস্পতিবার, ৩১শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৬ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
এই শহরটিকে সেরা করতে চাই, প্রাচ্যের ডান্ডি হবে বিশ্বসেরা: ডিসি সোনারগাঁয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বামী পলাতক মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনায় তাতীদলের দোয়া মাহফিল  পূর্ব ইসদাইরের জলাবদ্ধতা নিরসন ও রাস্তার উন্নয়নের আশ্বাস ডিসি’র সিদ্ধিরগঞ্জে ৫২ পুড়িয়া হিরোইনসহ ১ জন আটক সিদ্ধিরগঞ্জে ব্যাটারি চালিত রিকশার ধাক্কায় শিশুর মৃত্যু  পানি পুনঃব্যবহার এবং উন্নত বর্জ্য জল ব্যবস্থাপনা প্রকল্পের উদ্বোধন যারা ভূমি সেবা নিতে আসবে তারা কোনোভাবেই যেন প্রতারণার শিকার না হয়: ডিসি আপনাদের পাশে থাকতে চাই, জীবন দিয়ে চেষ্টা করবো পাশে থাকার: মাসুদুজ্জামান  নারায়ণগঞ্জের ৫৬টি স্পটে জলাবদ্ধতা নিরসনে অভিযান শুরু 

সমাজের সকল স্তরের মানুষকে শিক্ষার মান উন্নয়নে একযোগে কাজ করতে হবে: ডিসি

নিউজ ২৪ নারায়ণগঞ্জ: 

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে পারফরম্যান্স বেজড গ্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন স্কিম এর নারায়ণগঞ্জ সদর উপজেলায় উদ্বোধন ও পুরস্কার বিতরণ করেন নারায়ণগঞ্জে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

এই অনুষ্ঠানে, ২০২২ এবং ২০২৩ সালের এসএসসি-সমমান ও এইচএসসি-সমমান পরীক্ষায় উত্তীর্ণ “উপজেলা শ্রেষ্ঠ শিক্ষার্থী” এবং “উচ্চ মাধ্যমিক সমাপনী” পুরস্কার বিজয়ীদের ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।

মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ সদর উপজেলা মিলনায়তনে সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, নারায়ণগঞ্জ সদর ও জেলা শিক্ষা অফিস এর আয়োজনে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

ইউএনও মোহাম্মদ জাফর সাদিক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মাশফাকুর রহমান, জেলা শিক্ষা অফিসার মো. আতিকুর রহমান।

অনুষ্ঠানে পারফরমেন্স মূল্যায়নের ভিত্তিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের হাতে সনদ ও সম্মাননা স্মারক তুলে দেয়া হয়। এছাড়াও শিক্ষা উন্নয়নে ভবিষ্যৎ পরিকল্পনা, সুশাসন ও মানোন্নয়নের বিষয়েও গুরুত্বারোপ করা হয়। শিক্ষাক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন ও কর্মদক্ষতার জন্য এধরনের পুরস্কার অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষকদের উৎসাহিত করা হবে বলে অনুষ্ঠানে তিনি বলেন।

জেলা প্রশাসক বলেন, শিক্ষার উন্নয়নে কাজ করা একটি গুরুত্বপূর্ণ বিষয়। সরকার, শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক, শিক্ষার্থী এবং সমাজের সকল স্তরের মানুষকে শিক্ষার মান উন্নয়নে একযোগে কাজ করতে হবে। শিক্ষার মান উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে, যেমন- শিক্ষকদের প্রশিক্ষণ, আধুনিক শিক্ষা উপকরণ সরবরাহ, শিক্ষার উপযুক্ত পরিবেশ তৈরি করা, ঝরে পড়া রোধ করা, এবং কারিগরি শিক্ষার প্রসার ঘটানো।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

একই স্থানে প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের স্কুল ব্যাগ ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়। উপজেলা চত্বরে গাছের চারা রোপণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার‌ সাথে নারায়ণগঞ্জ সদর উপজেলার সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক ও গন্যমান্য ব্যক্তিবর্গের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

এর পূর্বে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল মিঞা কমর আলী হাইস্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন। শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।