রবিবার, ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
মাইকে ভোট চেয়ে নারীদের হাতে প্লেট ও টাকা দেওয়া জোট প্রার্থী কাসেমীকে দেড় লাখ টাকা জরিমানা  জনগণ এখন আর হুমকি-ধামকিকে তোয়াক্কা করে না: শাহ আলম মানুষের অধিকার রক্ষায় জবাবদিহিমূলক নেতৃত্ব প্রতিষ্ঠায় আমি কাজ করতে চাই: আল আমিন আমার অসমাপ্ত প্রকল্পগুলো সমাপ্ত করবো: মোহাম্মদ আলী সমস্যা যত গভীর হয়, সমাধান তত কাছে আসে: কালাম নির্বাচন শুধু একজন এমপি নির্বাচনের নয়, এটি শোষণের বিরুদ্ধে গণমানুষের লড়াই: অঞ্জন দাস মীরজাফরদের ঠাঁই বিএনপিতে নেই, সাধারণ মানুষও তাদের আস্তাকুঁড়ে নিক্ষেপ করবে: মান্নান ভয়ভীতি প্রদর্শন করলে আপনার ভোট নষ্ট হবে, বাড়বে না: ডিসি কাঞ্চন পৌরসভা শুধু কাগজে থাকবে না, কাজে-কর্মেও থাকবে: দিপু ভূঁইয়া নারায়ণগঞ্জে বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ ডেভলপমেন্ট থাকবে: এসপি 

সমস্যা যত গভীর হয়, সমাধান তত কাছে আসে: কালাম

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আবুল কালাম বলেছেন, চাষাঢ়ায় ওভারপাস ও আন্ডারপাস এখন সময়ের দাবি। বিশেষ করে এক ও দুই নম্বর রেলগেট এলাকায় এসব অবকাঠামো নির্মাণ ছাড়া জনগণের দুর্ভোগ নিরসনের কোনো সুযোগ নেই। শহরের ভেতরে বিকল্প সড়ক না হলে যানজট ও জনভোগান্তির স্থায়ী সমাধান সম্ভব নয়।

শনিবার (৩১ জানুয়ারি) সকালে শহরের শিল্পকলা একাডেমিতে সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। পরে তিনি বন্দর উপজেলায় এক বিশেষ আইনশৃঙ্খলা সভায় অংশ নিয়ে ইশতেহার ঘোষণা করেন।

অ্যাডভোকেট আবুল কালাম বলেন, সাইনবোর্ড থেকে বাপ্পী সরণি পর্যন্ত ফ্লাইওভার নির্মাণ করা গেলে শহরের যোগাযোগ ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসবে। এতে স্থায়ী সমাধানের পথ তৈরি হবে।

দুপুরে বন্দর উপজেলার ২৩ নম্বর ওয়ার্ড থেকে ১৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন তিনি। এ সময় ধানের শীষ প্রতীকের পক্ষে শো-ডাউন করেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা।

গণসংযোগকালে আবুল কালাম বলেন, সমস্যা যত গভীর হয়, সমাধান তত কাছে আসে। আমি আপনাদের পরিচিত মানুষ। দেখছি, এলাকাজুড়ে সমস্যার হাহাকার চলছে। বিগত সময়ে যারা সরকারে ছিল, তারা এসব সমস্যা সমাধানে ব্যর্থ হয়েছে। সে কারণেই আমাদের ওপর মানুষের প্রত্যাশা অনেক বেশি।

তিনি বলেন, সিটি করপোরেশনকে শক্তিশালী করতে হবে। শিক্ষা ও স্বাস্থ্য খাতে গুরুত্ব দিতে হবে। নারায়ণগঞ্জ কলেজ হাজী জালাল করে গেছেন, কিন্তু হার্টের চিকিৎসার জন্য আমাদের এখনও ঢাকায় ছুটতে হয়। নারায়ণগঞ্জে একটি হার্ট হাসপাতাল ও একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রয়োজন। পাশাপাশি শীতলক্ষ্যা নদীকে রক্ষা করতে হবে, কারণ এই নদীকে ঘিরেই আমাদের শহর গড়ে উঠেছে।

আবুল কালাম আরও বলেন, বেগম খালেদা জিয়া নবীগঞ্জ ব্রিজ নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন। রাজনৈতিক হীনমন্যতার কারণে বিগত সরকার সেই প্রকল্প বাস্তবায়ন করেনি। তিনি ভোটারদের উদ্দেশে বলেন, আপনারা আমাকে অতীতেও মূল্যায়ন করেছেন। এবারও ধানের শীষে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করলে নারায়ণগঞ্জ-৫ আসনের সব প্রার্থীকে নিয়ে একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হবে। সেই পরিষদের সঙ্গে সমন্বয় করে উন্নয়ন কাজ ও প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করা হবে।

গণসংযোগ ও শো-ডাউনে উপস্থিত ছিলেন—মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশা, সদস্য আমিনুল ইসলাম মিঠু, আবু জাফর আহম্মেদ বাবুল, বন্দর থানা বিএনপির সভাপতি শাহেনশাহ আহম্মেদ, সাধারণ সম্পাদক নাজমুল হক রানা, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।