নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-৪ আসনের সিপিবি মনোনীত প্রার্থী ইকবাল বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ফতুল্লার চানমারি, সবুজবাগ, আজমেরীবাগ ও পোড়া মসজিদ এলাকায় বিকাল ৫টা থেকে ৮টা পর্যন্ত বিরামহীন গণসংযোগ করেছেন।
গণসংযোগে তিনি মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন সমাজসেবক মোঃ সুমন তল্লা, সমাজ উন্নয়নের নেতা জাহাঙ্গির, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন নেতা আবুল হোসেন, গার্মেন্ট নেতা মোঃ মোস্তাকিমসহ তল্লা ও হাজিগঞ্জের কাইমপুর এলাকার স্থানীয় নেতৃবৃন্দ।
গণসংযোগে ইকবাল সাধারণ মানুষের সুখ-দুঃখ ও এলাকার নানা সমস্যা শোনেন এবং ভোট প্রার্থনা করেন। তিনি বলেন, “আমি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) নেতা, শ্রমিকনেতা এবং গার্মেন্টস শ্রমিকসহ খেটে খাওয়া মানুষের পক্ষের রাজনীতি করি। দিনরাত মানুষের পাশে থাকি। আমি সাধারণ মানুষের জন্য নিবেদিত। শোষিত মানুষের পক্ষে কথা বলি। শোষনহীন সমাজ গড়তে সংসদে গিয়ে কাজ করব।”
তিনি আরও বলেন, “আপনারা আমাকে ভোট দিলে সংসদে বৈষম্যবিরোধী কথা বলব। সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলার জন্য কাজ করব। আমি খেটে খাওয়া শ্রমিকের পরিবারের সন্তান। মুক্তিযুদ্ধের আদর্শে দিক্ষিত হয়ে শোষণমুক্ত সমাজ কায়েমে আপনাদের পাশে থাকব।”
কমরেড ইকবাল জনগণকে আগামী ১২ ফেব্রুয়ারি ভোট কেন্দ্রে গিয়ে অংশগ্রহণের আহ্বান জানিয়ে বলেন, “ভোট দিয়ে আমাকে নির্বাচিত করুন, আমরা একসঙ্গে একটি বৈষম্যহীন, সুশৃঙ্খল সমাজ উপহার দেব। আমি ভোটারদের অধিকার রক্ষায় ও ভোটের সঠিক প্রয়োগ নিশ্চিত করতে কাজ করব।
Leave a Reply