নিউজ ২৪ নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, সংস্কৃতিসেবীদের উন্নয়নে কাজ করার জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। এর মধ্যে অন্যতম হলো অসচ্ছল সংস্কৃতিসেবীদের আর্থিক সহায়তা প্রদান। এছাড়াও, সুস্থ ধারার সংস্কৃতি বিকাশের জন্য সাংস্কৃতিক কেন্দ্র প্রতিষ্ঠা এবং সংস্কৃতিসেবীদের উৎসাহ প্রদানের জন্য বিভিন্ন কার্যক্রম হাতে নেয়া হয়েছে।
মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ২০২৪-২৫ অর্থবছরে নারায়ণগঞ্জ জেলার অসচ্ছল সংস্কৃতিসেবীদের মাঝে মাসিক কল্যাণ ভাতা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জেলা প্রশাসক বলেন, সরকার স্থানীয় ও জাতীয় পর্যায়ে সাংস্কৃতিক উৎসব, মেলা এবং বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে থাকে, যা সংস্কৃতিসেবীদের কাজের সুযোগ সৃষ্টি করে এবং তাদের উৎসাহিত করে।
এসময় তিনি ২২ জন সংস্কৃতি দেবীকে ৪ লক্ষ ৪৮ হাজার টাকার চেক প্রদান করা হয়।
জেলা কালচারাল অফিসার শারমিন জাহানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আলমগীর হোসাইনসহ সংস্কৃতি শিল্পীরা।
Leave a Reply