শনিবার, ২২শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ,
শিরোনামঃ
ভাষা শহীদদের প্রতি নারায়ণগঞ্জ প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন  সোনারগাঁয়ে ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় আওয়ামীলীগ ও যুবলীগের ২ সদস্য গ্রেপ্তার  আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদের প্রতি মহানগর বিএনপির শ্রদ্ধা  ভাষা শহীদদের প্রতি ছাত্র ফেডারেশনের শ্রদ্ধা  ভাষা শহীদ দিবসে জেলা ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলি সোনারগাঁয়ে আজহারুল ইসলাম মান্নানের নেতৃত্বে ভাষা শহীদদের শ্রদ্ধা  একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা’য় বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব নারায়ণগঞ্জ  মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের জন্য দোয়া ও মোনাজাতে জামায়াতে ইসলামী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নাঃগঞ্জ জেলা বিএনপির নেতৃবৃন্দ  আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে যুবদল নেতা বাদশা খাঁনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা 

শ্যালকের স্ত্রীকে ধর্ষণের অভিযোগে বোন জামাইকে আটক

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ

আড়াইহাজারে শ্যালকের স্ত্রীকে ধর্ষণের অভিযোগে বোন জামাইকে আটক করেছে থানা পুলিশ। রবিবার সকালে উপজেলার হাইজাদী ইউনিয়নের সিংহদী গ্রামে এই ঘটনা ঘটলে, মঙ্গলবার দুপুরে ভুক্তভোগীমা বাদি হয়ে ৪ জনের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করেন।

অভিযুক্ত বোন জামাইয়ের নাম শামীম (৩৮)। সে সোনারগাঁও উপজেলার নোয়াগাও ইউনিয়নের শেখকান্দি গ্রামের মৃত আব্দুল মোতালিবের ছেলে। এছাড়া ভুক্তভোগীর ননদের স্বামী।

মামলার এজাহারে উল্লেখ করেন, বিগত ৬ মাস পূর্বে তার ১৮ বছরের মেয়ের সাথে উপজেলার সিংহদী এলাকার কাউছার মিয়ার ইসলামী শরিয়াহ মোতাবেক বিয়ে দেওয়া হয়। বিয়ের ২ মাস পর থেকেই কাউছার মিয়া তার মেয়ের সাথে কারণে অকারণে অকথ্যভাষায় গালিগালাজসহ মারধর শুরু করে। যার ফলে ওই পরিবারের মেয়ের জামাই শামিম মেয়েটির উপরে খারাপ নজর দেয় এবং সুযোগ পাইলে কু-প্রস্তাব দেয়। এসব ঘটনা কাউছার ও তার বা-মা কে জানাইলে তারা উল্টো খারাপ আচরণ করে। এরই ধারাবাহিকতায় ঘটনার দিন সকাল ১০ টায় বাড়ির সবাই জমিতে কাজ করতে চলে গেলে ধর্ষক শামিম ঘরে ঢুকে মেয়েটির অনিচ্ছা থাকা স্বত্ত্বেও জোরপূর্বক ধর্ষণ করে এবং এই ঘটনা কাউকে না বলার জন্যে হুমকি প্রদান করে। এই ঘটনা আমি ও মেয়ের বাবাসহ বিষয়টি তাদের পরিবারের সকলকে জানানো হলে আমাদের কথা বিশ্বাস না করে তারা সকলে মিলে গালিগালাজসহ মারধর শুরু করে। পরে ডাক চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এসে আমাদের উদ্ধার করে। এসময় ঘটনাটি নিয়ে বাড়াবাড়ি করা হলে তারা তালাক দেওয়াসহ খুনও জখমের হুমকি প্রদান করে। এরপর মেয়েকে আড়াইহাজার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান করা হয়। এই ঘটনায় ধর্ষিতাকে মারধরের অভিযোগে তার স্বামী কাউছার মিয়া (২৭), শ্বশুর হারুন (৫৫) ও শ্বাশুড়ি হাসনা হেনাসহ আরও ৩ জনকে আসামী করা হয়েছে।

আড়াইহাজার থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) এনায়েত হোসেন বলেন, মামলার প্রধান আসামীকে আটক করে আদালতে পাঠানো হয়েছে। বাকীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।