নিউজ ২৪ নারায়ণগঞ্জ:
শুরু হতে যাচ্ছে এ বছর এসএসসি ও সমমান পরীক্ষা। ঢাকা শিক্ষাবোর্ডের অধীনে নারায়ণগঞ্জ থেকে মোট ৫৪টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে এ পরিক্ষা। এ ছাড়াও ৫টি উপজেলায় মোট ভেন্যু রয়েছে ১৬টি। এর আগে জেলা প্রশাসনের কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় পরিক্ষা কেন্দ্রে ও ভেন্যুর জন্য মোট ৪০টি কমিটি গঠন করা হয়েছে।
এবারের এসএসসি ও সমমানের পরিক্ষায় অংশ নেবে মোট ৩৩ হাজার ১৮২ জন শিক্ষার্থী। তাদের মধ্যে ছাত্র ১৬ হাজার ২৪২ জন ও ছাত্রী ১৬ হাজার ৯৪০ জন। সাধারণ শিক্ষাবোর্ড থেকে ২৮ হাজার ৪৮৭ জন, কারিগরি শিক্ষাবোর্ড থেকে ১ হাজার ৭২৩ জন এবং দাখিল থেকে ২ হাজার ৯৭২ জন শিক্ষার্থী অংশ নেবে।
প্রকাশিত রুটিন অনুযায়ি এসএসসি পরীক্ষা হবে পূর্ণাঙ্গ সিলেবাসে, সব বিষয়ে পূর্ণ নম্বর ও সময়ে। পরীক্ষা শুরু হবে বাংলা প্রথম পত্রের মাধ্যমে, যা চলবে ১৩ মে পর্যন্ত চলবে। পরিক্ষার সময় নির্ধারণ করা হয়েছে প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত। পরীক্ষা শেষে ১৫ মে থেকে ২২ মে পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে উল্লেখ করা হয়
দাখিল পরীক্ষা শুরু হবে কুরআন মাজিদ ও তাজভিদ পরীক্ষার মাধ্যমে, যা ১৩ মে পর্যন্ত চলবে। ১৪ থেকে ১৮ মে পর্যন্ত দাখিলের ব্যবহারিক পরীক্ষা হবে।
ভোকেশনাল শিক্ষার্থীরা ১৩ এপ্রিল থেকে ইংরেজি-২ পরীক্ষার মাধ্যমে তাদের তত্ত্বীয় পরীক্ষা শেষ করবে। ১৩ থেকে ২২ মে পর্যন্ত তাদের ব্যবহারিক পরীক্ষা হবে, এবং ২৩ মে থেকে ১ জুলাই পর্যন্ত বাস্তব প্রশিক্ষণ চলবে।
এ বিষয়ে জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আতিকুর রহমান বলেন, ‘আমরা এসএসএসি পরিক্ষার জন্য প্রস্তুত। কদিন আগেই আমাদের ডিসি স্যার এ নিয়ে একটি সভা করেছে। সেখানে পরীক্ষা চলাকালীন কেন্দ্রের ২০০ গজের মধ্যে ১৪৪ ধারা জারি ও ১৩ মে পর্যন্ত কোচিং সেন্টারগুলো বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। পরিক্ষার প্রশ্নপত্র আমাদের সদরে পরিক্ষার দিন কেন্দ্রেগুলোতে চলে যাবে। তবে বাকি উপজেলায় প্রশ্নপত্রের দায়িত্ব উপজেলা নির্বাহী অফিসারকে বঝিয়ে দেওয়া হয়েছে। মোট ২ সেটের প্রশ্নপত্র যাবে। পরিক্ষা শুরু হওয়ার আগে প্রতিটি কেন্দ্রে দায়িত্বরত কেন্দ্র সচিবের কাছে বিষেশ ভাবে একটি মেসেজ যাবে। সেখানে উল্লেখ থাকবে কোন সেটের প্রশ্নপত্র দিয়ে পরিক্ষা হবে। এই মেসেজটি সারা বাংলাদেশে একযোগে যাবে। এরপর পরিক্ষা শুরু হবে। তাছাড়া আমাদের আলাদা কন্ট্রোলরুম দেওয়া হয়েছে। প্রতিটি পরিক্ষা হলের সামনে আইন শৃঙ্খলা বাহিনী উপস্থিত থাকবে। আশা করছি সুষ্ঠু ও শান্তিপূর্ন ভাবে আমরা এসএসসি ও সমমানের পরিক্ষা সম্পন্ন করতে পারবো।’
এছাড়া্ও পরীক্ষা বিষয়ে আরও নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। নির্দেশনাগুলো হলো: পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করতে হবে, প্রোগ্রামেবল ক্যালকুলেটর ব্যবহার নিষিদ্ধ, মোবাইল ফোন ও অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার নিষিদ্ধ, প্রশ্নপত্র নিরাপদ পরিবহন ও বিতরণ এবং অননুমোদিত প্রবেশে নিষেধাজ্ঞা, প্রশ্ন ফাঁস রোধে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব পর্যবেক্ষণে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী, পরীক্ষার সময় কেন্দ্রের আশপাশে ফটোকপি মেশিন বন্ধ রাখা ও কেন্দ্রে চলাচলের ক্ষেত্র লালপতাকা দিয়ে চিহ্নিত করা হবে।
Leave a Reply