বৃহস্পতিবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
রূপগঞ্জে চাঁদাবাজির অভিযোগে ১২ জন হিজড়াকে গ্রেপ্তার  সোনারগাঁয়ে শব্দদূষনের দায়ে তিন যানবাহনকে জরিমানা নারায়ণগঞ্জে বেলী ফুড নামে অবৈধ কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন  শহরে শিক্ষার্থীদের উপর অটোচালকদের হামলা, আহত ২০, তিন ঘন্টা সড়ক অবরোধ  বন্দরে জামায়াতের মঈনুদ্দিন আহমাদের গণসংযোগ  বন্দর উপজেলায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত আমরা বিশ্বাস করি এবারের পূজা অত্যন্ত সুন্দর হবে,দেশ বিদেশের সকলকে আসার আমন্ত্রণ জানাচ্ছি: ডিসি আত্মকর্মসংস্থানের লক্ষ্যে বিনামূল্যে বিউটিফিকেশন কোর্সের উদ্বোধন করলো মানব কল্যান পরিষদ আমরা বিভিন্ন ধর্মের হতে পারি, কিন্তু জাতিগতভাবে আমরা সবাই এক: মাসুদুজ্জামান মাসুদ নারায়ণগঞ্জে এসপি’র সাথে খেলাফত মজলিস নেতৃবৃন্দের মতবিনিময়

শহরে শিক্ষার্থীদের উপর অটোচালকদের হামলা, আহত ২০, তিন ঘন্টা সড়ক অবরোধ 

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

নারায়ণগঞ্জ শহরে যানজট নিরসনে সড়কে কাজ করা শিক্ষার্থী ও যানজট নিরসন কর্মীদের উপর ব্যাটারিচালিত অটোরিকশা (ইজিবাইক) চালকদের হামলার অভিযোগ পাওয়া গেছে। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী ও অটোচালক আহত হয়।

বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নারায়ণগঞ্জ টু ঢাকা রোডের যানচলাচল থামিয়ে ইজিবাইক চালকরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ৩ ঘন্টা অবরোধ করে রাখে। এতে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কটিতে তীব্র যানজট সৃষ্টি হয়।

এসময় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞার পদক্ষেপে প্রথমে পুলিশ এর পর বিজিবি মোতায়েন করা হয়। পুলিশ ও বিজিবি। নারায়ণগঞ্জ টু ঢাকার সংযোগ সড়কের যানচলাচল স্বাভাবিক হয়ে আসে। হামলার ঘটনায় উভয় পক্ষের প্রায় ১০ আহত হয়।
বেলা সাড়ে তিনটার দিকে এ ঘটনায় উভয়পক্ষকে নিয়ে নিজ কার্যালয়ে আলোচনায় বসেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
সভায় জেলা প্রশাসক বলেন, আমাদের সকলের দায়িত্বশীল আচারণ করতে হবে। আজকে আপনে মোটর সাইকেল পুড়লেন, রাস্তা বন্ধ করে রাখবেন। কয়দিন করবেন? এভাবে কি দাবী আদায় হয়ে যাবে? ঘন্টার পর ঘন্টা রাস্তা অবরোধ করে দাবী করবেন আমরা কি মেনে নিবো? কেউ কিন্তু আইনের উর্ধ্বে না। আপনেরা এর আগে সিটি কর্পোরেশন ঝামেলা করেছেন আমরা কিছু বলি নাই। আমাদের ধৈর্য এর বাধ আছে। মানুষের কষ্ট হয় আপনেরা এমন কোন কাজ করবেন না।”
তিনি আরো বলেন, নারায়ণগঞ্জ শহরের সবচেয়ে বড় সমস্যা যানজট। এই যানজট নিরসনে আমরা কাজ করে যাচ্ছি কিন্তু সফল হতে পারিনি। এই যানজট নিরসনে এগিয়ে এসেছেন বিকেএমইএ। আমাদের ছাত্ররা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছে। এখানে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা তাদের জন্য কাজ করবো এবং যারা মোবাইল নিয়েছে ও বাইকে আগুন দেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে দুঃখের বিষয় হচ্ছে ঘটনাটা সাড়ে ১১ টায় ঘটছে সে ঘটনা আসতে এত সময় কেন লেগেছে। পুলিশ প্রশাসণকে বলবো আপনাদের আরও কাজ করতে হবে।
স্বেচ্ছাসেবকদের উদ্দেশ্যে ডিসি বলেন, ছাত্ররা ভাইয়েরা আপনেরা এখানে যারা কাজ করছেন তাদের আমি ধন্যবাদ দিবো। কিন্তু আপনেরা কেন গাড়ীর কাঁচ ভাঙবেন, কেন গায়ে হাত তুলবেন এটা আপনাদের দিয়ে যায় না।আপনেরা শিক্ষিত মানুষ আপনাদের সাথে এবিষয়ে যায় না। ছাত্র ভাইদের প্রতি অনুরোধ আপনেরা আচারণে সচেতন হবেন। আমি বুঝতে পেরেছি আপনাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়নি। তাই আপনাদের প্রশিক্ষণের ব্যবস্থা করবো সার্টিফিকেট দিবো। রিকশাচালক, অটোওয়ালারাও মানুষ তাদের প্রতি আপনাদের ব্যবহার খারাপ কেন করবেন কেন তাদের গায়ে হাত তুলবেন। এটা তো আপনাদের কাজ না। এই শহরে আপনেরা বসবাস করেন এখানে কেউ আইনের উর্ধ্বে না। কিছু হলে আপনেরা এক জন আরেকজনকে কয়েকজন মিলে মারবেন। অটোর মধ্যে কিভাবে অস্ত্র থাকে আপনেরা সেটা বলবেন। আমি পুলিশ প্রশাসণকে বলবো আপনেরা এটা দেখবেন।
ডিসি অটোচালকদের কড়াভাবে বলেন, আপনেরা শুনেছেন যে বাস আগে ৫ টিপ দিতো এখন তা ৭ টিপ দেয়। যে এম্যাবুলেন্স দেড় ঘন্টায় যেতে পারতো না এখন অল্প সময়ে চলে যায়। চাষাড়ার মোড়ে কোন স্ট্যান্ড নাই কোন স্ট্যান্ড হবে না।কোন যাত্রীও নামবে না।আমরা আগামীকাল সাইনবোর্ড দিয়ে দিবো কোন কোন পর্যন্ত গাড়ী যাবে না। আর এই আইন আপনেরা সবাই মেনে চলবেন।
জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, “শহরের শৃঙ্খলা বজায় রাখা আমাদের প্রধান দায়িত্ব। আমরা উভয় পক্ষকে শান্ত থাকতে বলেছি এবং ভবিষ্যতে যাতে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, সে ব্যাপারে সতর্ক করেছি।
নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেন,ছাত্ররা এখানে কম আপনেরা বেশি তাই বলে আপনেরা তাই রাস্তা বন্ধ করে আন্দোলন করেন।আপনাদের ধরতে পারছে না কারন আপনাদের তো লাইসেন্স নাই। আমাদেরও তো ট্রাফিক পুলিশ মামলা দেয় কই আমরা তো রাস্তা অবরোধ করে আন্দোলন করি না। তাহলে আপনেরা কেন করবেন? এখানে কোন পক্ষ বিপক্ষ নাই। আপনেরা এখানে কেউ আইন নিজের হাতে তুলে নিবেন না। আপনাদের সভাপতি সেক্রেটারি আছে তারা এসে ডিসি স্যারকে জানাবে। দায় হবে এমন কোন কাজে জড়িয়ে যাবেন না।
এ সভায় বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও উপস্থিত ছিলেন এবং দুই পক্ষের ঘটনায় তদন্ত কমিটি গঠন সহ দুই পক্ষের সমঝোতা মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।