নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জ শহরের উকিলপাড়া এলাকায় ফুটপাতের দখলদারিত্ব নিয়ে বিতণ্ডার জেরে এক হকারের ঘুষিতে বিমান ওরফে ইমান (৩৮) নামে আরেক হকারের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত বিমান সিদ্ধিরগঞ্জের জালকুঁড়ি এলাকার মৃত লুৎফরের ছেলে।
নিহতের স্ত্রী রোকেয়া বেগমের বরাত দিয়ে জানা যায়, তার স্বামী বিমান উকিলপাড়া ফুটপাতে মেহেদি ও ফুল বিক্রি করতো। বেশ কিছুদিন ধরে আফজাল নামে এক হকার নেতা বিমানের জায়গায় গাউছ নামের অন্য এক হকারকে বসানোর চেষ্টা করে আসছিল। এরই জেরে বৃহস্পতিবার সকালে বিমান তার মেহেদি বিক্রি করার সময় গাউছ এসে তার মালামাল ফেলে দেয়। এ নিয়ে উভয়ের মধ্যে বাগবিতণ্ডা শুরু হলে এক পর্যায়ে গাউছ বিমানকে ঘুষি মারে, এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
স্থানীয়রা তাৎক্ষণিকভাবে বিমানকে উদ্ধার করে শহরের ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কোনো কোনো গণমাধ্যমের প্রতিবেদনে নিহতের বয়স ৫০ বছর উল্লেখ করা হয়েছে।একটি সূত্র জানায়, অভিযুক্ত গাউছ নিজেই বিমানকে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) মোহাম্মদ নাছির আহমদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) বিনয় বাড়ৈ জানিয়েছেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
এই ঘটনায় অভিযুক্ত গাউছ পলাতক রয়েছে এবং তাকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত আছে। নিহতের পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। নারায়ণগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাসির জানিয়েছেন, হত্যাকাণ্ডের পর থেকেই আসামি পলাতক থাকলেও তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
Leave a Reply