নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ চারজনকে আটক করেছে। পুলিশের দাবি, আটককৃতরা মাদক কারবারের সঙ্গে জড়িত। তাদের হেফাজত থেকে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে।
রবিবার (১৯ অক্টোবর) চারজন আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
থানা সূত্রে জানা যায়, গত ১৮ অক্টোবর রাত আনুমানিক ১১টা ২০ মিনিটের দিকে নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন ২নং রেলগেইটস্থ রেলওয়ে সুপার মার্কেটের পূর্ব পাশে উকিলপাড়া জামে মসজিদের পিছনে রেললাইনের পাশে পায়ে হাঁটা রাস্তায় অভিযান চালানো হয়।
এ সময় মো: শাকিল (২৯), মো: সুমন (২৯), মোঃ শামীম ওরফে ক্যাইলা (২৮) এবং পাখি বেগম (৪৪) নামে চারজনকে আটক করা হয়। এদের সবার স্থায়ী ঠিকানা নারায়ণগঞ্জ সদর উপজেলার বিভিন্ন এলাকায়।
পুলিশের জব্দ তালিকা অনুযায়ী, আটককৃতদের কাছ থেকে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট, যার আনুমানিক বাজার মূল্য ১০ হাজার ৫০০ টাকা এবং ১৫০ পুরিয়া গাঁজা (ওজন ৫০০ গ্রাম), যার আনুমানিক মূল্য ১০ হাজার টাকা উদ্ধার করা হয়।
এ ঘটনায় সদর মডেল থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) নাসির উদ্দিন জানান, আটককৃত চারজনের বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আজ চারজন আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Leave a Reply