রবিবার, ২৩শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
এবার নারায়ণগঞ্জে বহিষ্কারাদেশ প্রত্যাহার তালিকায় আসতে পারে এটিএম কামালের নাম বিএনপির দুঃসময়ে আমি নেতাকর্মীর পাশে ছিলাম: মান্নান এবারও আপত্তির মুখে সংক্ষিপ্ত করা হলো লালন সাধুসঙ্গের আয়োজন বন্দরে বসুন্ধরা সিমেন্ট ফ্যাক্টরিতে বয়লার বিস্ফোরণে ৬ জন দগ্ধ  সিদ্ধিরগঞ্জের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবনগুলো পরিদর্শনে জেলা প্রশাসক  লুন্ঠিত অস্ত্র-গোলাবারুদ উদ্ধারে তথ্য প্রদানকারী ব্যক্তিকে পুরস্কৃত করা হবে: পুলিশ সুপার  মাসুদুজ্জামানের উদ্যেগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দলের আহবায়ক এস এম আসলাম’কে সমাজ কল্যাণ ক্লাবের সংবর্ধনা ভূমিকম্পের পর বন্দরে একটি তুলার কারখানায় ভয়াবহ আগুন  তারেক রহমানের জন্মদিন উপলক্ষে সিদ্ধিরগঞ্জে দোয়া ও মিলাদ মাহফিল

লুন্ঠিত অস্ত্র-গোলাবারুদ উদ্ধারে তথ্য প্রদানকারী ব্যক্তিকে পুরস্কৃত করা হবে: পুলিশ সুপার 

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

২২ নভেম্বর(শনিবার) বেলা ১১টায় বিভিন্ন মামলার অগ্রগতি বিষয়ে “অপরাধ পর্যালোচনা সভা” অনুষ্ঠিত হয়েছে পুলিশ সুপার কার্যালয়ে।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্)তারেক আল মেহেদীর পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে চলতি বছরের অক্টোবর মাসের বিভিন্ন মামলার অগ্রগতি প্রতিবেদন এবং অপরাধ নিয়ন্ত্রণে করণীয় বিষয়ে উপস্থাপন করেন।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার) তাঁর বক্তব্য. অক্টোবর মাসে ডাকাতি ও দস্যুতার ঘটনা কম সংগঠিত হওয়ায় অফিসার ইনচার্জদের ধন্যবাদ জানান। চুরি, ছিনতাই, দস্যুতা এবং ডাকাতির ঘটনা যাতে না ঘটে সেজন্য তিনি রাত্রি বেলায় পুলিশের টহল জোরদার এবং হাইওয়েগুলোতে হাইওয়ে পুলিশের সাথে সমন্বয় রেখে ক্রস পেট্রোলিং করার জন্য নির্দেশ প্রদান করেন।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রাথমিকভাবে মনোনয়নপ্রাপ্ত প্রার্থী এবং বঞ্চিত নেতৃবৃন্দের বিভিন্ন প্রোগ্রামে নিরপেক্ষ ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করার জন্য তিনি নির্দেশ প্রদান করেন।

পুলিশ সুপার বলেন, সিদ্ধিরগঞ্জ থানা, আড়াইহাজার থানা এবং পুলিশ লাইন্স থেকে লুট হওয়া অস্ত্র-গোলাবারুদ উদ্ধারের জন্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করতে হবে।

ইতিমধ্যে লুন্ঠিত এসব অস্ত্র-গোলাবারুদ উদ্ধারে তথ্য প্রদানকারী ব্যক্তিকে পুরস্কৃত করা হবে মর্মে জেলা পুলিশের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে।

পুলিশ সুপার জেলার শ্রেষ্ঠ এএসআই হিসেবে আড়াইহাজার থানার এএসআই (নিঃ)মামুনুর রশিদ, জেলার শ্রেষ্ঠ এসআই(নিঃ) হিসেবে রূপগঞ্জ থানার এসআই(নিঃ) জয়নাল আবেদীন, ক্লু লেস মামলা ডিটেকশনে বিশেষ দক্ষতার জন্য ফতুল্লা মডেল থানার এসআই(নিঃ)মোঃ রফিক, বিপিএম; অর্পিত দায়িত্ব কৃতিত্বের সাথে সম্পাদনের জন্য সদর কোর্ট, নারায়ণগঞ্জ এ কর্মরত ইন্সপেক্টর (নিঃ) মোঃ আব্দুল কাইয়ূম; গুরুত্বপূর্ণ মামলা সুষ্ঠুভাবে নিষ্পত্তি করার জন্য সদর মডেল থানায় কর্মরত ইন্সপেক্টর (নিঃ) মোঃ জামাল উদ্দিন; বাৎসরিক ফায়ারিং সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য এসআই (সঃ)/কাজল মিয়া সহ তার টিম; ১০ বছরের সাজা প্রাপ্ত ওয়ারেন্টভূক্ত আসামি গ্রেফতারের জন্য রূপগঞ্জ থানায় কর্মরত এএসআই (নিঃ)মোঃ শাহারুল ইসলাম এবং সাহসিকতার সাথে কর্তব্য পালনের জন্য আড়াইহাজার থানার ড্রাইভার কং/১৬৩৯ মোঃ হাওলাদার এদের সকলকে পুরস্কৃত করেন।

এসময় জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপারবৃন্দ, “গ” সার্কেল এর সহকারী পুলিশ সুপার, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ও হাইওয়ে পুলিশের সহকারী পুলিশ সুপারবৃন্দ, সকল থানার অফিসার ইনচার্জ, সিআইডি, নৌপুলিশ ও টুরিস্ট পুলিশের পুলিশ পরিদর্শকবৃন্দ উপস্থিত ছিলেন।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।