নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
শনিবার সকালে তারাবো পৌরসভার বিশ্বরোড মারকাজ মসজিদের পাশের একটি পুকুর থেকে মোহাম্মদ সালমান (১৫) এবং গোলাকান্দাইল ইউনিয়নের পূর্বপাড়া কাঠপট্টি কমিউনিটি সেন্টারের পাশের পুকুর থেকে আলমগীর হোসেন (৩২)-এর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মোহাম্মদ সালমান উপজেলার বরাবো পূর্বপাড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে। নিহত আলমগীর হোসেন হাটাবো এলাকার সাইফুল ইসলামের ছেলে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, সকালে জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তারাবো বিশ্বরোড এলাকার মারকাজ মসজিদ সংলগ্ন পুকুর থেকে সালমানের মরদেহ উদ্ধার করে। গতকাল দুপুর থেকে নিখোঁজ ছিল কিশোর সালমান। তার বাবার উপস্থিতিতে মরদেহ শনাক্ত করা হয়।
অন্যদিকে, গোলাকান্দাইল ইউনিয়নের পূর্বপাড়া কাঠপট্টি কমিউনিটি সেন্টারের পাশের পুকুর থেকে ভেসে ওঠা মরদেহ উদ্ধারের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। স্থানীয়রা জানায়, নিহত আলমগীর হোসেন গতকাল রাতে মাছ শিকার করতে গিয়েছিলেন।
দুই মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
Leave a Reply