মঙ্গলবার, ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
সিদ্ধিরগঞ্জে বিপুল পরিমাণ অকটেন ও ডিজেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত রূপগঞ্জে পারভেজ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, গ্রেপ্তার ২ সিদ্ধিরগঞ্জে তুহিন হত্যা মামলায় আইভী দুইদিনের রিমান্ডে  নারায়ণগঞ্জে নাসির শেখ হত্যা মামলার আসামি শাহআলম গ্রেপ্তার  পবিত্র আশুরায় ইয়া হোসেন,হায় হোসাইন এ মুখরিত  আবার যেনো কোনো দুর্নীতিবাজ, কোনো গডফাদারের উত্থান না হয়: মামুন মাহমুদ  বিএনপির বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে, নির্বাচনের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র শুরু হয়েছে:সাখাওয়াত  সিদ্ধিরগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে গাঁজা, দেশীয় অস্ত্রসহ একজন আটক ফতুল্লায় স্টেডিয়ামের সামনে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার বন্দরে স্ত্রীকে কুপিয়ে হত্যা, থানায় গিয়ে স্বামীর আত্মসমর্পণ 

রূপগঞ্জে পারভেজ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, গ্রেপ্তার ২

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

রূপগঞ্জে পারভেজ হাসান (৩৫) নামের এক যুবকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন, কুমিল্লার মুরাদনগর উপজেলার আল আরাফাহ ইসলামী ব্যাংকের কোষাধ্যক্ষ মেহেদী হাসান ইমন এবং ইউএস বাংলা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. আরমান হোসেন।

ঘটনার বিষয়ে রূপগঞ্জ থানার ইনসপেক্ট (তদন্ত) বলেন, নিহত পারভেজের সঙ্গে মেহেদী হাসান ইমনের সমকামী সম্পর্ক ছিল। একই সঙ্গে আরমান হোসেনের সঙ্গেও ঘনিষ্ঠতা ছিল পারভেজের। এই সম্পর্ক ঘটিত দ্বন্দ্ব থেকেই হত্যার পরিকল্পনা হয়। পরবর্তীতে তারা পরিকল্পনা অনুযায়ি পারভেজকে বাড়ির ছাদে নিয়ে কুপিয়ে ফেলে আসে।

গণমাধ্যমে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানায়, এ ঘটনায় নিহতের পরিবার মামলা করলে রূপগঞ্জ থানা পুলিশ তদন্তে নামে। সিসিটিভি ফুটেজ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় রোববার (৬ জুলাই) রাতে পৃথক অভিযানে রূপগঞ্জের তারাবো ও কুমিল্লা থেকে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে দুজনকে গ্রেফতার করা হয়।

প্রসঙ্গত, ২ জুলাই রাতে রূপগঞ্জের গোলাকান্দাইল ইউনিয়নের আমলাবো এলাকার গিয়াসউদ্দিন মোল্লার পাঁচতলা ভাড়া বাসার ছাদে পারভেজকে কুপিয়ে ফেলে রাখা হয়। পরে ওই ভবনের অন্য একটি ফ্ল্যাটে বসবাসরত কিশোর সিয়াম (১৪) ছাদে খেলতে গিয়ে পারভেজকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে সবাইকে জানায়। এলাকাবাসী তাৎক্ষণিকভাবে পারভেজকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত ১টার দিকে মারা যান তিনি। নিহত পারভেজ ইলেকট্রিক মিস্ত্রি ছিলেন।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।