নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
রূপগঞ্জ থানার একটি হত্যা মামলার রায়ে একজনকে মৃত্যুদ- ও ১৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. মোমিনুল ইসলাম এ রায় ঘোষণা করেন বলে জানান এ আদালতের অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর (এপিপি) ওমর ফারুক নয়ন।
এ মামলায় সোনারগাঁ উপজেলার ললাটি এলাকার আফছার উদ্দিনের ছেলে তাওলাদ ওরফে জহিরুলকে (৪৮) মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।
যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন: রূপগঞ্জ উপজেলার মাছিমপুম এলাকার আব্দুল লতিফের ছেলে মিজান (৩৫) ও মোহাম্মদ আলী (৩৮), একই এলাকার মনির উদ্দিনের ছেলে আব্দুল লতিফ (৬৫), আব্দুল জলিলের ছেলে হানিফ (৩৬), সিরাজ কেরানীর ছেলে সোহেল (৫০), কামালের সবুজ (৩৫), সাইজদ্দিন মিলন (৪১), নূর মোহাম্মদের ছেলে সেলিম (৪৩), নুরুল হকের ছেলে লেদা ফারুক (৪০), আরজু মিয়ার ছেলে রাসেল (৪০), শামসুল হকের ছেলে মোমেন (৩৮), হানিফার ছেলে সাদ্দাম (৩৩), হাসেমের ছেলে শাহীন (৩৯), নুরুল হকের ছেলে রুহুল আমিন (৩৮), আব্দুল করিমের ছেলে আবুল (৩৮), ব্রাহ্মণগাঁও এলাকার হায়দার আলীর ছেলে গোলজার (৩৯) ও মীরগদাইল এলাকার পীরবক্সের ছেলে পন্ডিত (৪৩)।
রায় ঘোষণার সময় কেবল মোহাম্মদ আলী এজলাসে উপস্থিত ছিলেন কিন্তু বাকিরা পলাতক রয়েছেন বলে জানিয়েছেন আদালত পুলিশের পরিদর্শক কাইউম খান।
মামলার নথির বরাতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক বলেন, নিহত নজরুল ইসলাম বাবু উপজেলার মাছিমপুর গ্রামের জালাল মিয়ার ছেলে। মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ করায় ২০১২ সালের ৩১ মে রাতে তাকে সন্ত্রাসীরা বাসা থেকে তুলে নিয়ে রাস্তার উপর কুপিয়ে খুন করে। পরদিন রূপগঞ্জ থানায় নিহতের বাবা জালাল বাদী হয়ে ২৬ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।
পুলিশ মামলাটি তদন্ত করে ২০১৩ সালের ফেব্রুয়ারি ২৬ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন। মামলার রায়ে ১৮ জনকে সাজা এবং ৬ জনকে খালাস দেন আদালত। মামলার অপর দুই অভিযুক্ত রায়ের আগেই মৃত্যুবরণ করেছেন বলেও জানান এ আইনজীবী।
এ মামলায় ২৫ জনের সাক্ষ্য আদালতে গ্রহণ করা হয়।
Leave a Reply