নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের রায় ঘোষণাকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামীলীগের কমপ্লিট শাটডাউন ও নাশকতার প্রতিবাদে নারায়ণগঞ্জে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে মহানগর বিএনপি।
সোমবার দুপুরে শহরের মিশনপাড়া এলাকায় নবাব সলিমুল্লাহ রোডে বিক্ষোভ সমাবেশে অংশ নেন বিভিন্ন ওয়ার্ডের নেতা কর্মীরা। এসময় মহানগর বিএনপির নেতারা মানবতাবিরোধি অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ তিন আসামির মৃত্যুদন্ডের দাবি জানান।
সমাবেশে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, মহানগর বিএনপি নেতা আবু জাফর আহমেদ বাবুল, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আবুল কাওসার আশা সহ নেতৃবৃন্দ।
সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করে নগরির বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন বিএনপির নেতা কর্মীরা। এসময় তারা শেখ হাসিনার ফাঁসির দাবিতে শ্লোগানও দেন।
Leave a Reply